তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে অফিসে ঢুকে পেটাল তৃণমূলের কর্মীরা! মুর্শিদাবাদে তুমুলে গোষ্ঠীদ্বন্দ্ব

বাংলা হান্ট ডেস্কঃ একদিকে নিয়োগ সহ অন্যান্য একাধিক দুর্নীতি মামলায় ক্রমশ জেরবার তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। এর মাঝেই আবার দলের গোষ্ঠী কোন্দলকে ঘিরে শুরু হয়েছে নয়া বিতর্ক। সব মিলিয়ে ঘরে এবং বাইরে অস্বস্তি ক্রমাগত বৃদ্ধি পেয়ে চলেছে শাসকদলের। বর্তমানে মুর্শিদাবাদে (Murshidabad) পঞ্চায়েত অফিস ভাঙচুর করার পাশাপাশি পঞ্চায়েত প্রধানকে মারধরের অভিযোগ উঠল নিজের দলেরই সদস্যদের বিরুদ্ধে।

   

ঘটনার কেন্দ্রস্থল মুর্শিদাবাদের ভরতপুর ব্লকের গুন্দুরিয়া গ্রাম পঞ্চায়েত। গত সোমবার গ্রাম পঞ্চায়েতের অফিস ভাঙার পাশাপাশি প্রধান হরপ্রসাদ ঘোষকেও মারধর করার অভিযোগ উঠেছে দলের সদস্যদের বিরুদ্ধে।

উল্লেখ্য, ভরতপুর ব্লকের গুন্দুরিয়া গ্রাম পঞ্চায়েত ১১ জন সদস্য বিশিষ্ট, যেখানে তৃণমূলের ৬ জন সদস্য বর্তমান। অপরদিকে, বিজেপি, কংগ্রেস এবং নির্দলের সদস্য যথাক্রমে ৩, ১ ও ১। সূত্রের খবর, সম্প্রতি বিরোধী দলগুলির আনা অনাস্থার কারণে উক্ত ব্লকের বিডিও গুন্দুরিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং বাকি সদস্যদের তলব করে পাঠান।

অভিযোগ, সেই সকল কাগজপত্র নিয়ে যাওয়ার সময় পঞ্চায়েত প্রধান হরপ্রসাদ ঘোষকে মারধর করা হয়। সম্পূর্ণ ঘটনা প্রসঙ্গে পঞ্চায়েতের এক সদস্য বলেন, “সম্প্রতি বিজেপি, কংগ্রেস এবং নির্দল সদস্যরা পঞ্চায়েতের বিরুদ্ধে অনাস্থা আনে। এরপরেই বিডিও দ্বারা পঞ্চায়েত প্রধান এবং সদস্যদের কাগজপত্র নিয়ে ডেকে পাঠানো হয়। তবে এদিন অফিসে পঞ্চায়েত প্রধান আসতেই আচমকাই কিছু মানুষ এসে ঝামেলা শুরু করে এবং পরবর্তীতে অফিস ভাঙচুরের পাশাপাশি পঞ্চায়েত প্রধানকেও মারধর করা হয়।” স্বাভাবিকভাবেই এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর