এক নারীর বেঁচে থাকার লড়াই, বাংলা গানের ধারায় অনবদ্য সংযোজন মিউজিকাল ফিল্ম ‘ রাতপরী

 

বাংলা হান্ট ডেস্ক: বাংলা ভাষায় মৌলিক গান রচনা করা এবং উপযুক্ত ভাবে সেটিকে প্রকাশ করা নিজের মধ্যেই এক অনবদ্য কাজ। বাংলার এই ধরনের মৌলিক গান গুলিতে এবার আরও একটি নাম সাফল্যের সাথে জুড়ে গেল । সেটি হলো অয়ন সেন রচিত ‘ রাতপরী’। গানটিতে সুর দিয়েছেন সুসের অর্থাৎ সৌম্য এবং সানি এবং মূল রচনার বৃদ্ধিতে সাহায্য করার জন্য উদয়ন বিশ্বাস এর নাম বলতেই হয়। সাউন্ড স্টুডিওর তরফে প্রকাশিত এই গানের অনবদ্য কথা এবং মানানসই সুরের খেলা সত্যই মুগ্ধ করে।সৌম্য  প্রতীক এর সাথে এর আগেও কিছু মৌলিক গান প্রকাশ করেছে। গানের মধ্যে এমন অনেক ছন্নছাড়া বিষয় উঠে এসেছে যা সত্যই ভাবতে বাধ্য করে মানুষকে।

IMG 20191001 WA0014

তবে শুধুই গানের কথা বলে গেলে তা ঠিক হয়না। এক্ষেত্রে যেটা আলাদা ভাবে প্রশংসার দাবি রাখে তা হলো এই গানের চিত্রায়ন। এই গানের চিত্রায়নে সন্তু জানা, অনিক রায় ও সুজয় পানিগ্রাহি  শহর কে কেন্দ্র করে অবর্তমানে জীবনের ভিড়ে অভাবের সংসার থেকে নিয়ে চলা এক নারীর গল্প ফুটিয়ে তুলেছেন। এই চিত্রায়ণের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে তার জীবনযুদ্ধে বেঁচে থাকার লড়াই কে জার সাথে তাল মিলিয়ে প্রশংসনীয় সঙ্গীত কথন ও সুরের খেলা  যা সত্যিই মুগ্ধ করে। শর্মিলা চৌধুরী, বিশ্বরূপ বসু এবং  শুভজিৎ ভাদুরির হাত ধরে পরিণতি পায় এই ছবির চিত্রায়ন। সব মিলিয়ে ‘ রতপরী’ বাংলা গানের ধারায় এক অনবদ্য নব সংযোজন যা মানুষ মনে রাখবে।

 

সম্পর্কিত খবর