অযোধ্যা মামলায় চাঞ্চল্যকর দাবি! জমি হিন্দুদের ফেরাতে চাইছে মুসলিম সংগঠন

বাংলা হান্ট ডেস্ক : দীর্ঘ কয়েক দশক ধরে চলা অযোধ্যা মামলার নিষ্পত্তি ঘটাতে চাইছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈর৷ তাই তো 18 অক্টোবরের মধ্যে মামলার সমস্ত শুনানি শেষ করে রায় দান করার চেষ্টা চালাচ্ছেন তিনি৷ এমনকি মামলার শুনানির ডেডলাইন দিয়ে দেওয়া হয়েছে৷ যদিও এর আগে হিন্দু এবং মুসলিম ওয়াকফ বোর্ডের যৌথ বৈঠকের মাধ্যমে অযোধ্যা মামলার বিষয়ে সিদ্ধান্ত নিতে বলা হয়েছিল আদালতের তরফে কিন্তু তখন কোনও পক্ষই রাজি হয়নি তাই অবশেষে সমস্ত শুনানি শেষ করে 18 অক্টোবরের মধ্যে সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল আদালতের তরফে৷

কিন্তু তার আগেই হিন্দুদের হাতে অযোধ্যা মামলার জমি ফেরানোর ইচ্ছে প্রকাশ করল উত্তরপ্রদেশের একটি মুসলিম সংগঠন৷ সাম্প্রদায়িক সম্প্রীতির উদ্দেশে ওই সংগঠনের সদস্যরা সকলকে এক হয়ে সমস্যা সমাধানের পরামর্শ দিয়েছে৷ বৃহস্পতিবার উত্তরপ্রদেশের লখনউতে ইন্ডিয়ান মুসলিম ফর পিস নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের অনুষ্ঠানে উপস্থিত হয়ে মুসলিম সমাজের বিশিষ্ট ব্যক্তিরা রাম মন্দির তৈরির পক্ষেই সায় দিয়েছেন৷

একই সঙ্গে এক সেমিনারে উপস্থিত আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য জমির উদ্দিন শাহ দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে এবং শান্তির আবহ তৈরি করতে ওই বিতর্কিত জমি হিন্দুদের ফেরানোর পক্ষে সওয়াল করেছেন৷ দেশের শান্তিপ্রিয় ও ভাতৃত্বের ঐতিহ্য বজায় রাখতে এটাই একমাত্র পথ বলে জানান তিনি তাই ওই জমি যদি মুসলিমদের পক্ষেও আসে কিন্তু তা হিন্দু ভাইদের হস্তান্তর করে দেওয়া উচিত বলে মনে করছেন তিনি৷

সম্পর্কিত খবর