৬ বাচ্চা জন্ম দেওয়ার পর তিন তালাক দেওয়ায়, থানায় মামলা দায়ের করলেন মুসলিম মহিলা।

তিন তালাকের নতুন ঘটনা উত্তরপ্রদেশের জনপদ থেকে সামনে এসেছে। ৬ বাচ্চার মা এক মুসলিম মহিলা অভিযোগ তুলেছেন যে কয়েকদিন আগে উনাকে তিন তালাক দিয়ে বাড়ি থেকে বের করা হয়। খরচার জন্য স্বামীর থেকে টাকা চাওয়ার অপরাধে তালাক পেয়েছেন বলে অভিযোগে ৬ বাচ্চার মায়ের। মহিলাটি পুলিশ সুপারের কাছে ঘটনা নিয়ে অভিযোগ জানিয়েছেন। পলিশের তরফে ঘটনাটিকে গম্ভীরতার সাথে দেখা হচ্ছে। ২ দিন আগেই রাজ্যসভায় তিন তালাক বিল পাশ হয়েছে। মুসলিম মহিলারা যাতে ন্যায় পায় তার জন্য মোদী সরকার দুটি সদনেই বিল পাশ করিয়েছে।

1494603460 triple talaq sc fb 517

মোদী সরকারের উদ্যোগে মুসলিম মহিলারাও যথেষ্ট খুশি হয়েছেন। কারণ আগে অনেক পুরুষ দু তিনটে বিয়ে করে প্রচুর বাচ্চা উৎপন্ন করে মহিলাদের তালাক দিত। নিজেদের কাঁধ থেকে নামিয়ে দেওয়া খুব সহজ হয়ে উঠতো অপরাধীদের জন্য। কিন্তু এখন সরকার মহিলাদের ন্যায় দেওয়ার জন্য ঐতিহাসিকভাবে বিল পাশ করিয়েছে। কোতোয়ালি এলাকার স্থানীয় এক মহিলা জানান, ১৪ বছর আগে তার বিয়ে হয়েছিল ইসলামাবাদের মেরুট জেলার সাজিদের সাথে। সাজিদের আগেও একটা বিয়ে হয়েছিল এবং ঐ পত্নী মারা গেছিল।

আগের পক্ষের বাচ্চা ও নিজের ৬ বাচ্চার পালন পোষণ করে বড়ো করছিল মুসলিম মহিলা। কিন্তু হটাৎভাবে সাজিদ তার বিবির উপর অত্যাচার শুরু করে এবং তালাক দিয়ে দেয়। মহিলা ন্যায় পাওয়ার জন্য পলিশের কাছে দ্বারস্থ হয়েছে। মহিলাদের ন্যায় দেওয়ার জন্য সরকার ও প্রশাসন যে চেষ্টা চালাচ্ছে তা বাস্তবায়ন হওয়ার দিকে তাকিয়ে রয়েছে ৬ বাচ্চার মা। বৃহস্পতিবার দিন মহিলাটা পলিশের কাছে গিয়ে অভিযোগ দায়ের করিয়েছেন। ৬ বাচ্চার মা হওয়া সত্ত্বেও তাকে তালাক দিয়ে বাড়ি থেকে কেন বের করা হয়েছে তার ন্যায় চেয়েছেন মহিলা।

সম্পর্কিত খবর