বিশ্বে মুসলিম ধর্ম বৃদ্ধি করতে ১০০ কোটি ডলারের মসজিদ তৈরি হলো

বাংলা হান্ট ডেস্ক:প্রায় সাত বছর পর সমাপ্ত হল আলজেরিয়ার নতুন মসজিদ ‘দ্যা গ্রেট মস্ক অব আলজিয়ার্স বা জামা আল জাজেইর’ নির্মাণ কাজ।মসজিদটি বানাতে ব্যয় হয়েছে ১০০ কোটি ডলার।

আফ্রিকার সব থেকে বড় এই মসজিদটি নির্মাণ করতে সময় লেগেছে দীর্ঘ ৭ বছর। মসজিদটি তৈরি হয়েছে চার লাখ স্কোয়ার মিটার এলাকার ওপর।এই মসজিদটিতে একটি ২৬৫ মিটার(৮৭০ ফুট) মিনার রয়েছে। মিনারের ভেতর রয়েছে একটি পর্যবেক্ষণ ডেক।

এই মসজিদের মধ্যে একসাথে ১২ লাখ মুসলিম নামাজ পড়তে পারবেন।এছাড়া মসজিদের ভূগর্ভে রয়েছে ৭০০০ গাড়ি পার্ক করার ব্যবস্থা।

এ মসজিদটি আয়তনে বিশ্বের তৃতীয় বৃহত্তম মসজিদ। গত বছরের শেষের দিকে মসজিদটি উদ্বোধন হওয়ার কথা ছিল কিন্তু সারা বিশ্বব্যাপী তেলের দাম কমে যাওয়ায় মসজিদটির বাজেটেও সংকট দেখা দিয়েছিল।

মসজিদটি তৈরি হতে বেশ কিছুটা বিলম্ব হয়।

সম্পর্কিত খবর