জাগো বাংলা ভাই পড়তেই হবে: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

বাংলা হান্ট ডেস্ক : রাজ্য সরকারের মুখপত্র জাগো বাংলা, এ বার প্রকাশিত হল জাগো বাংলার পুজো সংখ্যা৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেখা বিভিন্ন কবিতা জাগো বাংলা পত্রিকায় প্রকাশিত হল আজ অর্থাত্ মহালয়ার দিন শনিবার নজরুল মঞ্চে তৃণমূলের মুখপত্র জাগো বাংলার উত্সব সংখ্যার প্রকাশ উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তাই এদিন জাগো বাংলা পত্রিকা উদ্বোধন অনুষ্ঠানে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা জগতকে শেখানোর জন্য আরও ভাল করে জাগো বাংলা করুন এবং দেখান এই পরামর্শ দিলেন৷

নজরুল মঞ্চে জাগো বাংলা উতসব সংখ্যা প্রকাশ অনুষ্ঠানে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পত্রিকার স্মৃতিচারণা করেন এবং রাজ্য সরকার যখন বিরোধী ছিলেন ঠিক তখন পার্থ চট্টোপাধ্যায় এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একসঙ্গে জাগো বাংলা শুরু করেছিলেন৷ তবে বর্তমানে জাগো বাংলার যে চাহিদা রয়েছে তা থেকে সাপ্তাহিক এবং ভবিষ্যতে দৈনিক পত্রিকা করার চিন্তা ভাবনা রয়েছে তাঁদের এমনটাই জানালেন মাননীয় মুখ্যমন্ত্রী৷

   

জাগো বাংলা পত্রিকা সম্পর্কে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী এ দিন বলেন, জাগো বাংলা পত্রিকায় যে সমস্ত লেখা থাকে তা ঘটনায় কাজে লাগে এবং ঘটনায় ইতিবাচক মনোভাব নেতিবাচক চিন্তা ভাবনাকে ধ্বংস করে৷ একই সঙ্গে আট বছর ক্ষমতায় আসার পর তৃণমূল সরকার জাগো বাংলাকে একটাও বিজ্ঞাপন দেয়নি বলে দাবি করেন৷ একই সঙ্গে সিপিএমের মুখপত্র গণশক্তি পত্রিকার প্রসঙ্গ তুলে বামেরা গণশক্তি পত্রিকাকে বিজ্ঞাপন দিয়ে চার আর বলে দাবি করেন তিনি৷

এমনিতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমাজের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলম ধরেন লেখেন কবিতা সেই সমস্ত কবিতা সামাজিক মাধ্যমে সাড়া ফেলে৷ তাই এ বার সমস্ত লেখাকে একত্র করে জাগো বাংলার উত্সব সংখ্যা প্রকাশ করলেও রাজ্য সরকার৷

সম্পর্কিত খবর