অবশেষে সাংসদ পদে শপথ নিলেন রঞ্জন গগৈ

ভারতের প্রাক্তন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ বৃহস্পতিবার বিরোধী সদস্যদের মাঝেই  রাজ্যসভার সাংসদ হিসাবে শপথ গ্রহণ করেন।রঞ্জন গগৈকে সাংসদ করার প্রতিবাদে রাজ্যসভা থেকে ওয়াকআউট করেন কংগ্রেস ও বহুজন সমাজ পার্টির সাংসদরা।

রাজ্যসভার কার্যক্রম শুরু হওয়ার সাথে সাথেই শপথ গ্রহণের জন্য এগিয়ে যান আর তখন বিরোধিরা তাকে দেখে  লজ্জার স্লোগান দেয়। তবে শেষ পর্যন্ত প্রবল বিরোধিতার মধ্যে রঞ্জন গোগোই এমপির শপথ নিয়েছিলেন।অযোধ্যার বিতর্কিত জমিতে রাম মন্দির গড়ার নির্দেশ সম্বলিত ঐতিহাসিক রায় দিয়েছেন বিচারপতি গগৈ।আর তারপর থেকেই তার বিচারপতির কাজ থেকে তিনি নিজেই ইতি টানেন। কি কারনে তার এই ইতি তা এখনো জানা না গেলেও।

বিরোধীরা দাবি করেছেন বিচারপতি থাকা কালীন তিনি নাকি প্রচুর সুবিধা দিয়েছেন দলের লোকদের আর সেই কারনে তার অনেক সুবিধাও প্রাপ্য ছিলো। আর এক্ষন তিনি সুদ সমেত তা ফেরত পাবেন। রঞ্জন গোগোই দেশের ৪৬ তম প্রধান বিচারপতি ছিলেন। তিনি ৩রা অক্টোবর ২০১৮ থেকে ১৭ ই নভেম্বর ২০১৯ পর্যন্ত সিজেআই পদে অধিষ্ঠিত ছিলেন। তবে তিনি জানিয়েছেন তিনি এইসব মতামতের জবাব সঠিক সময়ে দেবেন।

সম্পর্কিত খবর