টলিউডে আসছে প্রাক্তন মুখ‍্যমন্ত্রী জ‍্যোতি বসুর বায়োপিক! মুখ খুললেন নামী চিত্রনাট‍্যকার এন কে সলিল

বাংলাহান্ট ডেস্ক: বলিউডে যে মাত্রায় বায়োপিক (biopic) তৈরির ধুম উঠেছে সে তুলনায় টলিউডে অনেক কম ছবি তৈরি হয়েছে প্রখ‍্যাত ব‍্যক্তিদের নিয়ে। বলা যায়, বাংলা ছবির জগতে আক্ষরিক অর্থে বায়োপিকের সংখ‍্যা যথেষ্ট কম। সেখানে দাঁড়িয়েই রাজ‍্য রাজনীতির এক প্রখ‍্যাত রাজনৈতিক ব‍্যক্তিত্বের বায়োপিকের জন‍্য চিত্রনাট‍্য লেখার ইচ্ছা প্রকাশ করলেন নামী চিত্রনাট‍্য লেখক এন কে সলিল (N K salil)।

   

এই নামী রাজনৈতিক ব‍্যক্তিত্ব হলেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ‍্যমন্ত্রী জ‍্যোতি বসু (jyoti basu), টানা ২৩ বছর ধরে যিনি মুখ‍্যমন্ত্রীর আসনে ছিলেন। বামপন্থী রাজনীতির এক প্রবাদ প্রতিম ব‍্যক্তিত্ব ছিলেন তিনি। তাঁরই বায়োপিকের চিত্রনাট‍্য লেখার ইচ্ছা প্রকাশ করলেন এন কে সলিল।

এই সময় ডিজিটালের সঙ্গে সাক্ষাৎকারে চিত্রনাট‍্যকার জানান, জ‍্যোতি বসুর মধ‍্যে খনি রয়েছে। তাই তাঁর বায়োপিকের চিত্রনাট‍্য লিখতে এত আগ্রহী তিনি। এন কে সলিলের কথায়, “আজকের দিনের রাজনীতিও কিন্তু অনেকটাই বামপন্থা ঘেঁষা। মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায় নিজে স্বীকার করেছেন যে তিনি বামপন্থী মনস্ক। তাই জ‍্যোতি বসুকে নিয়ে নতুন কিছু জানাতে চাই।”

টলিউডে চিত্রনাট‍্য লেখকদের মধ‍্যে উল্লেখযোগ‍্য নাম   এন কে সলিল। বহুদিন ধরে বাংলা ছবির জগতে রয়েছেন তিনি। শুধু চিত্রনাট‍্য নয়, জনপ্রিয় সংলাপেও তাঁর অবদান রয়েছে। ‘তুলকালাম’, ‘এম এল এ ফাটাকেষ্ট’, ‘পাগলু’, ‘চ‍্যালেঞ্জ’ এর মতো ছবির চিত্রনাট‍্যও লিখেছেন তিনি।

প্রসঙ্গত, ১৯১৪ সালের ৮ জুলাই জন্মগ্রহণ করেন জ‍্যোতি বসু। প্রয়াত হন ২০১০ এর ১৭ জানুয়ারি। সারা জীবন রাজনীতির সঙ্গে যুক্ত থাকা সত্ত্বেও সাহিত‍্য, সংষ্কৃতি নিয়েও উৎসাহী ছিলেন তিনি। ছবির ভক্ত ছিলেন জ‍্যোতি বসু। তাঁর বায়োপিক যদি হয় তবে তা নিয়েও যে সিনেপ্রেমীদের মধ‍্যে উত্তেজনা থাকবে তা বলার অপেক্ষা রাখে না।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর