JEE 2020 : পরীক্ষার্থীদের জন্য আগামী কাল চলবে সব সরকারি বেসরকারি বাস, নির্দেশ নবান্নের; বাস চালাবে বিজেপিও

বাংলাহান্ট ডেস্কঃ অবশেষে হচ্ছেই JEE 2020। ছাত্রছাত্রীদের প্রতিবাদ, বিরোধীদের প্রতিরোধ কোনো কিছুই তেমন ফলপ্রসূ হয় নি। আগামীকাল সারা দেশ জুড়ে হবে ইঞ্জিনিয়ারিং এর প্রবেশিকা। আজ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল টুইট করেন , মুখ্যমন্ত্রীরা নিজেদের রাজ্যের  JEE এবং NEET পরীক্ষার্থীদের সাহায্য করুন । সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের শিক্ষামন্ত্রীর আবেদন প্রয়োজন মতো সঠিক ব্যবস্থা নিয়ে ছাত্রদের সমস্যা দূর করার জন্য

এরপরেই তড়িঘড়ি সিদ্ধান্ত নেওয়া হয় রাজ্যের তরফে। নবান্ন সূত্রে জানানো হয়েছে, কাল রাস্তায় নামছে রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি বাস। রাজ্যের সমস্ত অটো ও ট্যাক্সিকেও চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে। পড়ুয়াদের কোনো রকম অসুবিধা যাতে না হয় সেই বিষয়ে কড়া নির্দেশ দেওয়া হয়েছে।

পাশাপাশি, কাল রাজ্যে পরীক্ষার্থীদের জন্য বাস চালাবে বিজেপিও। সাংবাদিক বিবৃতি দিয়ে ভারতীয় জনতা পার্টি জানিয়েছে মেদিনীপুর, ঝাড়গ্ৰাম ও বিষ্ণুপুরে বাস চালাবে বিজেপি। একই সাথে পরীক্ষা স্থগিত করবার রাজ্যসরকারের আবেদনেরও কড়া সমালোচনা করা হয়েছে।

আগেই, উড়িষ্যা সরকারের তরফে জানানো হয়েছে, বন্যা ও অতিমারি কবলিত উড়িষ্যায় যাতে ছাত্রছাত্রীদের কোনো অসুবিধা না হয় তাই এই ব্যাবস্থা নিয়েছে উড়িষ্যা সরকার। ভুবনেশ্বর, কটক সহ ওড়িশার বিভিন্ন শহরে ২৬টি কেন্দ্রে JEE পরীক্ষা দেবে ৩৭ হাজার পরীক্ষার্থী৷

প্রসঙ্গত, মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী জানিয়েছেন JEE এর ক্ষেত্রে মানা হবে জোড় বিজোড় নীতি। পরীক্ষার্থীদের একটি করে সিট ছেড়ে বসতে হবে। যেহেতু JEE কম্পিউটারে হয় সেক্ষেত্রে প্রতিটি কম্পিউটারের দূরত্ব কমপক্ষে ১ মিটার থাকবে। এছাড়াও দুটি শিফট এ হবে পরীক্ষা। সকালের শিফট এ জোড় সংখ্যার পরীক্ষার্থীদের ও বিকেলের শিফট এ বিজোড় সংখ্যার পরীক্ষার্থীদের পরীক্ষা দিতে হবে।

সম্পর্কিত খবর