প্যান্ডেল থেকে শুরু করে নিরঞ্জনের কড়াকড়ি, হবে না কার্নিভালও! পুজো নিয়ে একগুচ্ছ নির্দেশিকা নবান্নের

বাংলাহান্ট ডেস্কঃ বছর ঘুরে আবারও চলে এল বাঙালীর শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো (durga puja)। কিন্তু ২০২০ সালে যেমন পরিস্থিতি ছিল, বর্তমান সময়ে করোনার প্রকোপ কিছুটা কমলেও, পুজোর সময় বেশকিছু নির্দেশিকা জারী করল নবান্ন। করোনার কথা মাথায় রেখে এই সকল গাইডলাইন অবশ্যই পালন করা আবশ্যক বলেও নির্দেশিকা জারী করল রাজ্য সরকার।

   

সরকার প্রদত্ত গাইডলাইনে বলা হয়েছে-

পুজো প্যান্ডেল করতে খোলা মেলা। যাতে সেখানে অনেক জায়গা থাকে। প্রবেশ এবং প্রস্থানের গেট আলাদা আলাদা করতে হবে। বজায় রাখতে হবে শারীরিক দূরত্বও।

মন্ত্রোচ্চারণের সময় মাইক্রোফোন ব্যবহার করতে হবে পুরোহিতদের। অঞ্জলি, সিঁদুরখেলা বা দেবীবরণের ক্ষেত্রে ছোট ছোট দলে ভাগ করে করতে হবে। অঞ্জলির ফুল বাড়ি থেকে নিয়ে আসতে হবে।

বেশি সংখ্যাক স্বেচ্ছাসেবক থাকবে মণ্ডপে। দর্শণার্থীদের পাশাপাশি তাদেরকেও স্যানিটাইজার এবং মাস্ক ব্যবহার করতে হবে। মানতে হবে শারীরিক দূরত্বও।

বেশি জাঁকজমকপূর্ণ করা চলবে না পুজো উদ্বোধন কিংবা বিসর্জন। মণ্ডপ থেকে প্রতিমা সরাসরি ঘাটে এনে প্রতিমা নিরঞ্জন করতে হবে নির্দিষ্ট টাইম স্লট মেনেই।

পুজো মন্ডপে করা যাবে না সাংস্কৃতিক অনুষ্ঠান।

বৈদ্যুতিন এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভিড় কমানোর পরামর্শ দিয়ে যেতে হবে অনবরত।

পুজো বিষয়ক সকল অনুমতি অনলাইনে নিতে হবে।

পুজো মন্ডপ খুলে দেওয়া হবে তৃতীয়া থেকে দর্শনার্থীদের জন্য।

পুজো কমিটিগুলিকে ৫০ হাজার টাকা আর্থিক সাহায্য করা হবে।

এবারেও করা যাবে না কার্নিভাল।

এই সকল নিয়মগুলো অবশ্যই মেনে চলতে হবে।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর