Lottery: লটারি কাটার নেশা বানিয়েছিল কাঙাল, সেই লটারি টিকিটই তাকে করল কোটিপতি

বাংলাহান্ট ডেস্ক : প্রত্যেকটি মানুষই চায় নিজের জীবনকে বিলাসবহুল ভাবে যাপন করতে। ভালো বাড়ি, দামি গাড়ি, হাই প্রোফাইল লাইফ প্রত্যেকটি মানুষের কাছেই এক স্বপ্ন। কিন্তু শুধু স্বপ্ন দেখলেই তো হবে না! সেই স্বপ্নকে বাস্তব রূপ দেওয়ার জন্য চাই টাকা। এই টাকা কেউ পরিশ্রম করে উপার্জন করেন, আবার টাকা উপার্জনের জন্য কেউ শর্টকাট পন্থা হিসেবে বেছে নেন লটারি।

লটারি কিভাবে কার জীবন বদলে দেবে তা আগে থেকে কেউ বলতে পারেনা। সম্প্রতি এমন একটি ঘটনা ঘটেছে নদীয়ার এক যুবকের সাথে। নবমীর দিন লটারিতে কোটি টাকা জিতে এখন তিনি রীতিমতো উচ্ছ্বসিত।লটারিতে কোটি টাকা বিজেতা এই যুবকের নাম আনারুল শেখ।তিনি চাপড়া থানার বড় আন্দুলিয়ার বাসিন্দা। সাম্প্রতিককালে লটারি কেটে কোটি টাকার মালিক হলেও আনারুলের জীবনটা কিন্তু একটু অন্যরকম।

আনারুল নিজেই জানিয়েছেন, একটা সময় লটারি কেটে তিনি সর্বস্বান্ত হয়ে গিয়েছিলেন। লটারির নেশায় তার নিজের বসতবাড়ি পর্যন্ত বিক্রি করতে হয়েছিল। নিজের বাড়ি বিক্রি করে দিয়ে তাকে ঠাঁই নিতে হয় মামার বাড়িতে। এরপর কাজের সূত্রে চলে যান কেরালায়। সম্প্রতি কেরালা থেকে ফিরে এসে ১৫০০ টাকার বিনিময় কেনেন লটারি। সেই লটারি যে তার সবকিছু ফের ফিরিয়ে দেবে তা তিনি কল্পনাও করতে পারেননি।

jpg 20221006 112944 0000

আনারুল লটারিতে কোটি টাকা জেতার পর নিরাপত্তা চেয়ে দারস্ত হয়েছেন পুলিশের। লটারি কাটার যে ভালো ও মন্দ, দুই দিকই আছে তাও তিনি জানিয়েছেন সবাইকে।আনারুল জানিয়েছেন, লটারির এই টাকা দিয়ে ব্যবসা করতে চান তিনি। মা,স্ত্রী ও সন্তানদের দিতে চান সুস্থ জীবন।এই বার কোটি টাকা জিতলেও তিনি আর লটারি কাটবেন না বলেও জানিয়েছেন।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর