ক্ষমতায় এসেই প্যালেস্তাইনকে বড়সড় ঝটকা দিলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী নাফাতালি বেনেট

বাংলা হান্ট ডেস্কঃ নাফাতালি বেনেটের (Naftali Bennett) নেতৃত্বাধীন ইজরায়েলের (Israel) নতুন সরকার মঙ্গলবার জেরুসালেমে ইহুদি রাষ্ট্রবাদীদের বিতর্কিত মার্চ বের করার অনুমতি দিয়েছে। পূর্ব জেরুজালেমে উত্তেজক পরিস্থিতির কথা মাথায় রেখে এই র‍্যালির জন্য অতিরিক্ত নিরাপত্তা বাহিনীর বন্দোবস্ত করা হয়েছে। হামাস এই র‍্যালি নিয়ে সংঘর্ষ হওয়ার হুমকিও দিয়েছে। হামাস জানিয়েছে, এই র‍্যালির কারণে দুই পক্ষের মধ্যে আবারও উত্তেজক পরিস্থিতি তৈরি হতে পারে। বলে দিই, গত ১০ মার্চ এই র‍্যালি বের করার কথা ছিল, কিন্তু সুরক্ষার কারণে অনুমতি দেওয়া হয়নি।

শোনা যাচ্ছে যে এই ‘মার্চ অফ ফ্ল্যাগ”-এ অনেক দক্ষিণপন্থী সংগঠন যুক্ত হতে পারে। এই র‍্যালিতে যোগ দেওয়া ইজরায়েলিদের হাতে দেশের ঝাণ্ডা আর মুখে রাষ্ট্রগীত থাকবে। তাঁরা দ্যমিশক গেট থেকে পূর্ব জেরুজালেমের পুরনো অলি-গলি দিয়ে ওয়েস্টার্ন হলে পৌঁছবে। এই র‍্যালির কারণে উত্তেজক পরস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা থাকার পরেও বেনেট সরকার অনুমতি দিয়েছে।

হামাসের হুমকি নিয়ে ইজরায়েলের নতুন স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, এই আয়োজন কোনওমতেই রদ হবে না। টাইমস অফ ইজরায়েল অনুযায়ী, হামাসের মুখপাত্র আব্দ আল-লতিফ একটি বয়ানে বলেছে, ‘ফ্ল্যাগ মার্চ একটি বিস্ফোটকের মতো যার কারণে জেরুজালেম আর আল-আকসা মসজিদে বিক্ষোভের আগুন জ্বলবে।”

প্যালেস্তাইনি সংগঠন এই র‍্যালির বিরুদ্ধে সরব হয়ে বিক্ষোভ দেখানোর আহ্বান করেছে। গত মাসে আল-আকসা মসজিদ চত্বরে প্রদর্শনকারীদের উপর ইজরায়েলের অ্যাকশনের কারণে অজস্র প্যালেস্তাইনি আহত হয়েছিল। প্যালেস্তাইনের প্রধানমন্ত্রী মহম্মদ শাতইয়েহ এই মার্চ নিয়ে বলেছেন, ‘এই মার্চ আমাদের মানুষদের উস্কানি দেওয়া কাজ করবে। এই মার্চ আমাদের জেরুজালেম আর আমাদের পবিত্র স্থলের বিরুদ্ধে একটি আক্রমণাত্বক পদক্ষেপ।”

ইজরায়েলের পুলিশ প্রধান এবং অন্যান্য সুরক্ষা আধিকারিকদের সঙ্গে বৈঠকের পর দেশের স্বরাষ্ট্র নিরাপত্তা মন্ত্রী ওমর বারলেব এই র‍্যালি বের করার অনুমতি দিয়েছেন। তিনি জানিয়েছেন, আমাদের পুলিশ সবরকম পরিস্থিতির সঙ্গে মোকাবিলার জন্য প্রস্তুত। বারলেব বলেন, আমাদের পুলিশ প্রস্তুত আছে আর সার্বজনীন সুরক্ষা বাড়ানোর জন্য বড় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর