নাগাল্যান্ডে জঙ্গি সন্দেহে গ্রামবাসীদের উপর গুলি, মৃত্যু ১২ জনের! তদন্তের নির্দেশ অমিত শাহের

বাংলা হান্ট ডেস্কঃ সন্ত্রাস দমন অভিযান চালাচ্ছিলেন নিরাপত্তারক্ষীরা। আর সেই সময় নিরপত্তারক্ষীদের বিরুদ্ধে উঠল কিছু নিরীহ মানুষের উপর গুলি চালানোর অভিযোগ। ঘটনার জেরে উত্তপ্ত নাগাল্যান্ড (Nagaland)। এই ঘটনার পরিপ্রেক্ষিতে সঠিক তদন্তের জন্য নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী নেইফু রিও (Neiphiu Rio)।

সূত্রের খবর, নাগাল্যান্ডের মন জেলার ওটিং গ্রামে শনিবার রাত্রে সন্ত্রাস দমন অভিযানে নেমেছিলেন নিরাপত্তারক্ষীরা। আর সেইসময়ই ঘটে যায় কিছু অপ্রিয় ঘটনা। অভিযোগ উঠেছে, জঙ্গিদের দমন করার সময় স্থানীয় জঙ্গি সংঠন এনএসসিএন-এর সঙ্গে জড়িত সন্দেহের বশে কিছু নিরীহ নাগরিকদের উপর গুলি চালিয়ে দেয় নিরাপত্তারক্ষীরা। যার জেরেই ঘটে যায় বিপত্তি।

crpf 1617966695

আর এই ঘটনার পরবর্তীতে জানা গিয়েছে, মারা গিয়েছেন ১৩ জন। তাঁদের মধ্যে রয়েছেন কয়েকজন সাধারণ নাগরিক এবং একজন জওয়ানও। আহতও হয়েছেন বেশকয়েকজন। তবে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। আহতদের চিকিৎসা চলছে।

এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেইফু রিও এক ট্যুইট করেন। ট্যুইটারে তিনি লেখেন, ‘ওটিং-এ একটি দুর্ভাগ্যজনক ঘটনায় বেশ কয়েকজন সাধারণ নাগরিক মারা গিয়েছেন। এই নিন্দনীয় ঘটনায় মৃতদের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল। আর এই ঘটনায় আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি’।

তিনি আরও বলেন, এই ঘটনার সবিস্তারে তদন্তের স্বার্থে দ্রুত বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করা হবে। শান্তি বজায় রাখতে হবে সব শ্রেণীর মানুষকেই। আইন অনুসারেই সুবিচার পাবেন সকল আক্রান্ত ব্যক্তিরা।

এই ঘটনায় দুঃখপ্রকাশ করে ট্যুইট করেছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর