fbpx
টাইমলাইনবিনোদন

স্বল্প পোশাকে আবেদনময়ী ভঙ্গিতে নাচের মাধ্যমে উষ্ণতা ছড়া্চ্ছেন বাঙালি অভিনেত্রী

বাংলাহান্ট ডেস্ক: অভিনয় জগতে তিনি প্রবেশ করেছেন খুব বেশি দিন হয়নি। এর মধ্যেই একের পর এক সাহসী দৃশ্যে অভিনয় করে নেটদুনিয়ায় রীতিমতো ঝড় তুলে দিয়েছেন অভিনেত্রী। কথা হচ্ছে বঙ্গকন্যা নয়না গঙ্গোপাধ্যায়কে নিয়ে। ‘চরিত্রহীন’ ওয়েবসিরিজে তাঁর অভিনয় দেখার পর থেকেই অনুরাগীর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে নয়নার।

তবে শুধুমাত্র অভিনয় নয়। নাচও অত্যন্ত পছন্দের একটি বিষয় নয়নার। সেটা তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেল দেখলেই বোঝা যায়। মাঝে মাঝেই নানা নাচের ভিডিও শেয়ার করেন তিনি। বলা বাহুল্য পোস্ট করতে না করতেই তা ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। ফের এমনই নাচের ছবি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করেছেন অভিনেত্রী। ছবি তিনটি প্রকাশ্যে আসতেই রাতের ঘুম ছুটেছে নেটিজেনদের।

আর হবে নাই বা কেন! গোলাপী স্বল্প পোশাকে দুরন্ত শরীরী ভঙ্গিমায় শীতের মরশুমে রীতিমতো নেটজগতে উষ্ণতা ছড়াচ্ছেন নয়না। তাঁর আবেদনময়ী ভঙ্গিমায় সাড়া না দিয়ে থাকবেন এমন পুরুষ খুঁজে পাওয়া দুষ্কর। ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে নয়নার নাচের ছবি। ছবির ক্যাপশনে নয়না লিখেছেন, “নিজের স্বপ্নের তালে নাচ করো”। কুড়ি হাজারের ওপর লাইক পড়ে গিয়েছে দুটো ছবিতেই। অভিনে্ত্রীকে প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন নেটিজেনরা।

প্রসঙ্গত, ‘বঙ্গ ভীতি’ ছবির মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন নয়না। এরপর হইচই-এর ওয়েব সিরিজ ‘চরিত্রহীন’-এ বেশ কয়েকটি সাহসী দৃশ্যে অভিনয় করে দর্শকদের নজর কাড়েন তিনি। এরপরেও বেশ কয়েকটি ছবিতে সাহসী দৃশ্যে অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে।

Back to top button
Close