বল ভেবে খেলতে গিয়ে বিপদ, নন্দীগ্রামে বোমা ফেটে মৃত্যু এক কিশোরীর! আহত আরও দুই

বাংলাহান্ট ডেস্কঃ শুক্রবার সন্ধ্যেয় এক ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল নন্দীগ্রাম (nandigram)। বল ভেবে খেলতে গিয়ে ঘটে যায় এক বড়সড় দুর্ঘটনা। এই বিস্ফোরণে প্রাণ হারায় এক বছর ১০-র কিশোরী, নাম জাহিরুন খাতুন। আর সঙ্গী দুজনের অবস্থা আশঙ্কাজনক।

ঘটনাটি ঘটে, শুক্রবার সন্ধ্যায় নন্দীগ্রামের যদুবাড়িচক এলাকায়। স্থানীয় সূত্রে খবর, ওই এলাকায় জাকির শাহ নামে এক ব্যক্তির বাড়ির সামনে সন্ধ্যে ৭ টা নাগাদ বেশ কয়েকজন কিশোর কিশোরী খেলছিল। সেইসময় তাঁরা পরিত্যক্ত বাড়ির ভেতর ঢুকে বলের মত কিছু একটা দেখতে পায়। আর তাতেই ঘটে বিপত্তি।

বল ভেবে খেলতে গিয়ে, বোমা ফেটে ঘটে যায় ভয়াবহ বিস্ফোরণ। তৎক্ষণাৎ আহতদের নন্দীগ্রাম সুপার স্প্যেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু জাহিরুন খাতুনকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকরা। আর বাকি দুজনের অবস্থা আশঙ্কা জনক বলে জানায় চিকিৎসকরা।

এই ঘটনা প্রসঙ্গে তৃণমূলের স্থানীয় অঞ্চল প্রধান জানান, ‘ওই বাড়িতে দীর্ঘদিন ধরে কেউ থাকেন না। কিন্তু কে বা কারা সেখানে বোমা রেখেছে, তা জানতে পারা যায়নি। আর সেখানে গিয়েই খেলতে গিয়ে বল ভেবে হাতে তুলে নেওয়ায় বিস্ফোরণে এক শিশুর মৃত্যু হয়েছে। পুলিশ এর তদন্ত করুক’।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর