বিচারপতি কৌশিক চন্দের এজলাসেই হবে নন্দীগ্রাম মামলার শুনানি, খারিজ হয়ে গেল মুখ্যমন্ত্রীর আর্জি

বাংলাহান্ট ডেস্কঃ বিচারপতি কৌশিক চন্দের (kausik chanda) বিরুদ্ধে করা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (mamata banerjee) অভিযোগ কার্যত ধোপেই টিকল না। খারিজ হয়ে গেল মুখ্যমন্ত্রীর আর্জি। বৃহস্পতিবার বিচারপতি কৌশিক চন্দের এজলাসেই সকাল ১১ টায় নন্দীগ্রাম (nandigram) মামলার শুনানি করা হবে বলেও জানা গিয়েছে।

একুশের নির্বাচনে নন্দীগ্রামে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর কাছে হারটা মেনে নিতে পারেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোট গণনায় কারছুপির অভিযোগ করে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছিলে মুখ্যমন্ত্রী। গত ১৮ ই জুন নন্দীগ্রাম মামলা উঠেছিল বিচারপতি কৌশিক চন্দের এজলাসে। এরপর ধাপে ধাপে শুনানির দিনও নির্ধারণ হয়।

কিন্তু বিচারপতি কৌশিক চন্দের এজলাস থেকে মামলা সরানোর জন্য, কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিকে চিঠি লেখেন মুখ্যমন্ত্রী। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে বিচারপতি কৌশিক চন্দের একটি ছবি ভাইরাল হওয়ায়, কৌশিক চন্দ সক্রিয় বিজেপি সমর্থক হওয়ার অভিযোগ করে তাঁর এজলাস থেকে মামলা সরিয়ে অন্য বেঞ্চে করার আর্জি করেন মুখ্যমন্ত্রী।

ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির কাছে মুখ্যমন্ত্রী আবেদন করেন, নন্দীগ্রাম মামলা করা হয়েছে একজন বিজেপির প্রার্থী বিরুদ্ধে। সেখানে বিচারপতি কৌশিক চন্দের এজলাসে এই মামলার শুনানি কিভাবে করা হতে পারে? এতে করে মামলার রায় প্রভাবিত হওয়ার সম্ভাবনা থেকে যায়। কিন্তু মুখ্যমন্ত্রীর এই আর্জি খারিজ হয়ে যায়। নন্দীগ্রাম মামলা অন্য বেঞ্চে সরানোর আবেদন খারিজ হয়ে, বিচারপতি কৌশিক চন্দের এজলাসের রাখা হয়। পাশাপাশি বৃহস্পতিবার সকাল ১১ টায় এই মামলার শুনানির সময়ও নির্ধারণ করা হয়।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর