পাকিস্তানেও ছেয়ে গেলেন নরেন্দ্র মোদী, ইমরান সরকারকে কোণঠাসা করতে প্রধানমন্ত্রী মোদীর তুলনা টানল বিরোধীরা

Bangla Hunt Desk: প্রতিবেশী শত্রু দেশ পাকিস্তানে (Pakistan) বর্তমানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra modi) গুণগান চলছে। সরকারের পক্ষ দল কিংবা বিপক্ষ সকলেই নরেন্দ্র মোদীর সঙ্গে ইমরান খানের তুলনা করে পাক প্রধানমন্ত্রীকে কোণঠাসা করে চলেছে।

   

সম্প্রতি পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের মেয়ে মরিয়ম শরীফ এক নির্বাচনী সভায় পাক প্রধানমন্ত্রী ইমরান খানের ব্যর্থতা তুলে ধরে ভারতের প্রধানমন্ত্রীর ভালো দিক গুলো নিয়ে আলোচনা করেন। মরিয়ম শরীফ সভায় বলেন, ‘সরকারের কাছে কোন বিষয়ে প্রশ্ন করলে, সরকার বলে প্রধানমন্ত্রী মোদীর মত আচরণ করছি। প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে কথা বলার জন্য মরে যাচ্ছ তুমি’।

ইমরান সরকারকে কটাক্ষ করে তিনি আরও বলেন, কাশ্মীরকে পেল্টে রেখে প্রধানমন্ত্রী মোদীকে পেশ করছ, তুমি আবার কাশ্মীরের মামলা তুমিই হারছ। আমরা মোদীর কথা বলছি’। মরিয়ম শরীফের এই কথা থেকে স্পষ্টই বোঝা যাচ্ছে, বর্তমান সময়ে পাকিস্তানের দুর্দশা এবং প্রতিবেশি দেশের জন্য পাকিস্তানের মনের হিংসা, যা কখনই শেষ হওয়ার নয়।

হিংসাত্মক বিষয় হোক কিংবা অন্য যে কোন বিষয় পাকিস্তানের রাজনীতি কখনই প্রধানমন্ত্রী মোদীকে ছাড়া চলতে পারে না, তা আবারও প্রমাণ হয়ে গেল। যখনই পাকিস্তান বিপদে পড়েছে, তখনই ভারতকে স্মরণ করে এগিয়ে গেছে।

গত ১৯ শে অক্টোবর শনিবার, করাচির একটি সমাবেশে মরিয়ম জনসমক্ষে শপথ নিয়ে বলেছেন, শুধুমাত্র সে তাঁর পিতা নওয়াজ শরীফের ক্ষমতা ফিরিয়ে আনবেন তাই নয়, পাশাপাশি তিনি ইমরান সরকারের মুখোশ খুলে দেবেন বলেও জানিয়েছেন।

এই ঘটনার পরই প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের কন্যা মরিয়ম শরীফের স্বামীকে জোর করে তুলে নিয়ে যায় পাকিস্তান পুলিশ। মরিয়ম শরীফ একটি ভিডিও শেয়ার করার পাশাপাশি লিখেছিলেন, করাচির একটি হোটেলে তিনি আর স্বামী ক্যাপ্টেন সাফদার যখন ছিলেন, তখন কিভাবে পাকিস্তান পুলিশ হোটেলের দরজা ভেঙ্গে তাঁর স্বামীকে গ্রেপ্তার করে নিয়ে গেছে। ভিডিওতে তিনি হোটেলের দরজার ভেঙ্গে যাওয়া অংশও ভালো করে তুলে ধরেছেন।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর