কার্গিল বিজয় দিবসে শহীদ স্মরণে প্রধানমন্ত্রী মোদী, আহ্বান জানালেন গোটা দেশবাসীকেও

বাংলাহান্ট ডেস্কঃ আজ কার্গিল বিজয় দিবস (kargil vijay diwas)। আর এই দিনে দেশের জন্য আত্মবলিদান করা ভারতীয় সেনা জওয়ানদের (indian amry) প্রতি নিজের শ্রদ্ধা জ্ঞাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (narendra modi)। সেইসঙ্গে গোটা দেশবাসীকে আহ্বান জানালেন দেশের জন্য শহীদ হওয়া জওয়ানদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য।

এদিন সকাল সকাল শহীদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি ভিডিও বার্তা ট্যুইট করে প্রধানমন্ত্রী মোদী। যেখানে গত বছরের ‘মন কি বাত’ অনুষ্ঠানের অংশ তুলে ধরেন তিনি। ৭ মিনিটের ভিডিও বার্তা শেয়ার করে নিজের সঙ্গে সকল দেশবাসীর উদ্দেশ্যেও শহীদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের কথা বলে মোদী জি।

প্রধানমন্ত্রী সেই ভিডিও বার্তায় বলেন, ‘আজ ২৬ শে জুলাই। আজকের দিন খুবই গুরুত্বপূর্ণ একটি দিন। আজ কার্গিল বিজয় দিবস। ২১ বছর পূর্বের কার্গিলের এই যুদ্ধে ভারতের সাহসিকতার নজির দেখেছিল গোটা পৃথিবী। যে পরিস্থিতিতে এই যুদ্ধ হয়েছিল, তা ভারত কোনদিনও ভুলবে না’।

ভিডিও শেয়ার করার পাশাপাশি ট্যুইটে তিনি লেখেন, ‘আমরা সেই বীরত্ব মনে রেখে তাঁদের বলিদান ভুলিনি। কার্গিলে আমাদের দেশকে রক্ষা করার জন্যে যেসকল বীর যোদ্ধারা নিজেদের প্রাণ উৎসর্গ করেছিলেন, তাঁদের প্রতি আমরা আজকে শ্রদ্ধা জ্ঞাপন করছি। তাঁদের সেই বীরত্ব, আমাদের কাছে অনুপ্রেরণা। আর আজকের দিনে আপনাদের জন্য আমি গতবছরের মন কি বাত অনুষ্ঠানের একটি অংশ তুলে ধরছি’।

প্রসঙ্গত, ২৫ শে জুলাইয়ের মন কি বাত অনুষ্ঠানেও বিভিন্ন বিষয়ের পাশাপাশি কার্গিল বিজয় দিবসের কথাও তিনি উল্লেখ করনে। তিনি বলেন, ‘দেশের তেরঙ্গা যারা সম্মানের সঙ্গে উঠিয়ে ধরেছেন, সেই বীরদের সম্মানার্থে আবেগঘন হয়ে পড়াই স্বাভাবিক বিষয়। এই দেশভক্তিই তো আমাদের ঐক্যবদ্ধ করে তোলে’।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর