মায়ের মাথায় মুকুট পরিয়ে যশোরেশ্বরী কালী মন্দিরে পুজো দিলেন নরেন্দ্র মোদী, ভক্তদের দিলেন বড়ো উপহার

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশ সফরে রয়েছেন। শনিবার দিন বাংলাদেশে যশোরেশ্বরী কালি মন্দিরে পুজো দেন ভারতের প্রধানমন্ত্রী। পুজোর পর মিডিয়ার মুখোমুখি হয়ে প্রধানমন্ত্রী বলেন, “আমি মা কালীর চরণে আসতে পেরে নিজেকে সৌভাগ্য মনে করছি। আমি যখন ২০১৫ সালে বাংলাদেশ এসেছিলাম তখন মা ঢাকেশ্বরীর চরণে মাঠ নত করার সুযোগ হয়েছিল। আর এখন ৫১ শক্তিপীঠের মধ্যে অন্যতম মা কালীর এই শক্তিপীঠে আসার সৌভাগ্য পেয়েছি। যদি কোনোদিন সুযোগ পায় তাহলে ৫১ টি শক্তিপীঠে গিয়ে আমি মাথা নত করে আসবো ”

পুজোর সময় প্রধানমন্ত্রী মোদী মায়ের মাথায় মুকুট পরান। মুকুটটি সিলভারের তৈরি যার উপর সোনার আস্তরণ দেওয়া।
পুজোর পর প্রধানমন্ত্রী মোদী বলেন, আজ মানবজাতি করোনা ভাইরাসের সাথে লড়াই করেছে। এমন অবস্থায় আমি মায়ের কাছে প্রার্থনা করছি মা যেন এই সংকট থেকে আমাদের মুক্তি দেন। মিডিয়ায় সাথে কথা বলার সময় প্রধানমন্ত্রী মোদী যশোরেশ্বরী কালি মন্দির পরিষরে ভারত সরকারের তরফে কমিউনিটি হল নির্মাণের কথাও বলেন।

প্রধানমন্ত্রী বলেন, আমি শুনেছি কালি পুজোর মেলায় এই স্থানে বহু ভক্তদের জমায়েত হয়। এপার এবং ওপার থেকে বিশাল সংখ্যায় মানুষজন এই শক্তিপীঠে আসেন। তাই এখানে একটা কমিউনিটি হলের প্রয়োজন রয়েছে। একটা মাল্টিপারপস কমিউনিটি হলের প্রয়োজন রয়েছে যা বিভিন্ন রকম কাজের জন্য ব্যাবহার করা যাবে। যাতে সেটা কালী পুজোর সময় কাজে লাগে, একইভাবে স্থানীয় লোকেদের সামাজিক, ধার্মিক কোনো কাজে কমিউনিটি হলটি কাজে লাগে। আর সবথেকে গুরুত্বপূর্ণ, প্রাকৃতিক দুর্যোগের সময় কমিউনিটি হলের অত্যন্ত প্রয়োজন হয়ে পড়ে।

ভারত সরকার মন্দির পরিসরে কমিউনিটি হল নির্মাণ কাজ করবে। বাংলাদেশের সরকার এই কাজে ভারত সরকারকে শুভ কামনা দিয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী মোদী।

সম্পর্কিত খবর