‘এই যুগের সবথেকে শক্তিশালী ব্যক্তিদের একজন হলেন প্রধানমন্ত্রী মোদী”, বড় বয়ান ব্রিটিশ সাংসদের

বাংলা হান্ট ডেস্ক : আবারও বিদেশের মাটিতে নমোর জয়গান। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ব্যক্তিদের মধ্যে একজন হলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল প্রধান অর্থনীতি ভারতের সঙ্গে যুক্তরাজ্যের সম্পর্কের গুরুত্বের কথা বলার সময় একথা বললেন ব্রিটিশ পার্লামেন্টারিয়ান লর্ড করণ বিলিমোরিয়া (Lord Karan Bilimoria)।

বৃহস্পতিবার যুক্তরাজ্যের সাংসদ লর্ড করণ বিলিমোরিয়া ‘যুক্তরাজ্য এবং ভারতের মধ্যে সম্পর্কের গুরুত্ব’ শীর্ষক সংসদে বিতর্কের সময় বলেন- ‘নরেন্দ্র মোদি, ছেলেবেলায়, গুজরাটের একটি রেলস্টেশনে তার বাবার চা স্টলে চা বিক্রি করতেন। আজ, তিনি ভারতের প্রধানমন্ত্রী হিসাবে এই গ্রহের সবচেয়ে শক্তিশালী ব্যক্তিদের একজন।

modi2

শুধু তাই নয় তিনি আরও বলেন – ‘আজ ভারতের কাছে জি-২০ এর (G20 Presidency) এর সভাপতিত্ব রয়েছে।  এখন থেকেই ভারত আগামী ২৫ বছরে, বিলিয়ন আমেরিকান ডলারের  জিডিপি সহ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হওয়ার স্বপ্ন দেখছে। মোদির নেতৃত্বে ইন্ডিয়ান এক্সপ্রেস স্টেশন ছেড়েছে। এটি এখন বিশ্বের দ্রুততম ট্রেন – বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল প্রধান অর্থনীতি। আগামী দশকগুলিতে যুক্তরাজ্য অবশ্যই ভারতের নিকটতম এবং বিশ্বস্ত বন্ধু এবং অংশীদার হবে।

শুধু শক্তিশালী মানুষ নন, একজন সুযোগ্য ও জনপ্রিয় নেতা হিসাবে গোটা বিশ্বে পরিচিত নরেন্দ্র মোদি। জি-২০ সামিট থেকে শুরু করে সমস্ত আন্তর্জাতিক মঞ্চেই চলছে নমোর জয়গান। মোদির জনপ্রিয়তার ধারেকাছেও নেই জাস্টিন ট্রুডো বা জো বাইডেন থেকে শুরু করে ঋষি সুনক বা ভ্লাদিমির পুতিন। তাই ব্রিটিশ সাংসদের এই মন্তব্য যথেষ্ট যুক্তিযুক্ত বলেই মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞ মহল।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর