নতুন কৃষি সংস্কার কৃষকদের উদ্যোক্তা হতে সাহায্য করবে : পিএম নরেন্দ্র মোদি

‘নতুন কৃষি সংস্কার  কৃষকদের উদ্যোক্তা হতে সাহায্য করবে’ কৃষি বিল সম্পর্কে এমনটাই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (narendra modi) । তিনি নতুন কৃষি সংস্কার বিলকে ‘ঐতিহাসিক’ দাবি করে এদিন বলেন, এই কৃষি বিল কৃষকদের আয় বাড়ানোর সহায়ক হবে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে পদ্মভূষণ প্রাপকের পর প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বালাসাহেব ভিখে পাতিলের আত্মজীবনী প্রকাশ এবং আহমেদনগর জেলার প্রভারা পল্লী শিক্ষা সমিতির নাম পরিবর্তন করার সময় এই মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

PMModi

প্রধানমন্ত্রী বলেন, “আজ কৃষকদের এবং কৃষকদের অন্নদাতার ভূমিকা থেকে উদ্যোক্তা হিসাবে নেওয়ার সুযোগ তৈরি করা হচ্ছে।” গুজরাট, মহারাষ্ট্র, হরিয়ানা এবং পাঞ্জাবের উচ্চ দুধ, চিনি এবং গম উত্পাদনের কথা উল্লেখ করে মোদী বলেছিলেন যে স্থানীয় উদ্যোগের এই মডেল দেশকে এগিয়ে নিয়ে যাবে।

মোদি যোগ করেন, “স্বাধীনতার পরবর্তী মতে সরকারের অগ্রাধিকার ছিল খাদ্য উত্পাদন বৃদ্ধি করা। সুতরাং পুরো ফোকাস ছিল উত্পাদন বাড়ানোর দিকে। কৃষকরা লক্ষ্য অর্জনে কঠোর পরিশ্রম করেছেন, ”

”কিন্তু সেই সরকার কৃষকদের লাভের দিকে মনোযোগ দেয়নি এবং উৎপাদনশীলতা বৃদ্ধির বিষয়ে উদ্বিগ্ন ছিল।” কৃষকদের আয় বাড়ানোর কথা ভুলেই গিয়েছিল সরকার। ভারতের ইতিহাসে প্রথমবার তার সরকারই এই পদক্ষেপ নিয়েছে।

প্রসঙ্গত, মোদি সরকারের এই কৃষি বিলের তুমুক বিরোধিতা করছেন বিরোধীরা। পদ ছেড়েছেন কেন্দ্রীয় এক মন্ত্রীও। বিরোধীরা মনে করছেন এই বিল কৃষকদের কফিনে শেষ পেরেক। দেশ ব্যাপী আছড়ে পড়ছে বিরোধিতার ঢেউ। তবে সে সবে দমছে না মোদি সরকার

সম্পর্কিত খবর