মহারাজা সোহেলদেবের মূর্তি নির্মাণের শিল্যানাস করলেন প্রধানমন্ত্রী মোদী, ইতিহাস প্রসঙ্গে দিলেন বড়ো বার্তা

বসন্ত পঞ্চমীর শুভদিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহারাজা সোহেলদেবের স্মারক এর শিল্যানাস করলেন। ভিডিও কনফারেন্সের দ্বারা প্রধানমন্ত্রী চিত্তৌড়া ঝিল ও মহারাজা সোহেলদেবের ৪.২০ মিটার উঁচু মূর্তির শিল্যানাস করেন।উত্তরপ্রদেশের রাজ্যপাল অনন্দী বেন প্যাটেল এবং মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বাহরাইচে উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিডিও কনফারেন্সের মাধ্যমে কার্যক্রমে যুক্ত হন।

   

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, আমি মহারাজা সোহেলদেবের মূর্তি স্থাপন করার সৌভাগ্য পেয়েছি। রাজনৈতিক দৃষ্টিকোন থেকে বা রাজনীতির চোখে মহাপুরুষদের কীর্তিকে দেখা ঠিক নয়। মহারাজা সোহেলদেবের জন্মভূমি এবং ঋষিমুনিদের সাধনার স্থান
বাহরাইচের পুণ্যভূমিকে প্রণাম জানাই।

Prime Minister Narendra Modi's speech in Bengali at Haldia meeting

প্রধানমন্ত্রী বলেন, মহারাজা সোহেলদেবকে ইতিহাসে সেই স্থান দেওয়া হয়নি যেটার উনি অধিকারী ছিলেন। ভারতের ইতিহাস সেটা নয় যেটা গোলাম মানসিকতার লোকজন লিখেছেন। ইতিহাস সেটা যেটা এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মের কাছে লোকগীতির মাধ্যমে পৌঁছেছে। স্বাধীনতা সংগ্রামী সুভাষ চন্দ্র বসু, বল্লভ ভাই প্যাটেল, ভীমরাও আম্বেদকরকে যথাযথ সম্মান দেওয়া হয়নি।

আমাদের চেষ্টা যে আমরা এই মহাপুরুষদের সন্মান প্রদান করি। এই অনুষ্ঠান থেকে প্রধানমন্ত্রী মোদী কৃষকদের ইস্যুতে কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন কৃষি আইন নিয়ে লাগাতার ভ্রম ছড়ানো হচ্ছে।

মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন, দেশের যে প্রান্তে দেশের বীরদের স্মৃতি থাকবে সেখানেই বিকাশ করা হবে। এক হাজার বছর পর প্রথম এইভাবে কোনো সরকার সোহেলদেবের জয়ন্তী পালন করেছে।

সম্পর্কিত খবর