‘বাংলায় মায়ের পুজো ঠিকমতো হচ্ছে তো’, কালী বিতর্কের মাঝেই সংসদ ভবনে লকেটকে প্রশ্ন মোদীর

বাংলা হান্ট ডেস্কঃ সম্প্রতি গোটা দেশজুড়ে ‘কালী’ (Kali) বিতর্ক মাথাচাড়া দিয়ে ওঠে। সেই প্রসঙ্গ বর্তমানে কিছুটা থিতু হলেও তা ঘিরে ফের একবার পরিস্থিতি উত্তপ্ত হতে চলেছে। নেপথ্যে বিজেপি (BJP) বনাম তৃণমূল (Trinamool Congress) তরজা। বাদল অধিবেশনে কালী বিতর্ক তুলে তৃণমূল কংগ্রেসকে কোণঠাসা করতে চলেছে বিজেপি, ইতিমধ্যেই এহেন জল্পনা উঠতে শুরু করেছে। আর তার পূর্বে গতকাল বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee) সঙ্গে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর (Narendra Modi) আলাপরিচয়তায় সেই জল্পনা সত্যি হতে চলেছে বলে মত বিশেষজ্ঞদের।

গতকাল গোটা দেশজুড়ে একদিকে যেমন রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ভোটদান করেন সকল সাংসদ এবং বিধায়করা, আবার অপরদিকে উপরাষ্ট্রপতি পদে বিজেপি পদপ্রার্থী জগদীপ ধনকড় মনোনয়ন জমা দিতে আসেন। তবে এত ঘটনাবহুল দিনের মাঝেও উঠে আসে ‘কালী’ বিতর্ক। উল্লেখ্য, ধনকড়কে নিয়ে মনোনয়ন জমা দিতে যাওয়ার সময় সংসদ ভবনের করিডোরে মুখোমুখি হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপির সাংসদ লকেট চট্টোপাধ্যায়। সেই সময় তাঁকে উদ্দেশ্য করে মোদীর প্রশ্ন, “বাংলায় মা কালীর পূজো ঠিকমতো হচ্ছে তো?”

প্রসঙ্গত, সম্প্রতি মা কালী তথ্যচিত্র এবং সেই সম্পর্কিত একটি পোস্টার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়, যেখানে মা কালীকে সিগারেট খেতে দেখা গিয়েছিল। এরপরেই উত্তপ্ত হয়ে পড়ে গোটা দেশের পরিস্থিতি। পরবর্তীতে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র কালীকে ‘মদ ও মাংসের দেবী’ বলে আখ্যা দিলে সেই বিতর্ক আরো বৃদ্ধি পায়। এরপর মহুয়া মৈত্রের বক্তব্যের প্রতিবাদে বাংলা সহ অন্যান্য বিজেপি শাসিত রাজ্যগুলিতে তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। পরবর্তীতে সেই বিতর্ক কিছুটা হ্রাস পেলেও বিজেপি যে এই ইস্যুকে কেন্দ্র করে তৃণমূলকে কোণঠাসা করতে চাইছে, তা সর্বজনবিদিত।

সম্প্রতি, একটি অনুষ্ঠান চলাকালীন নরেন্দ্র মোদীকে ‘কালী বন্দনা’ করতে দেখা যায়। পরবর্তীতে এই প্রসঙ্গে বিজেপির একাধিক নেতা-নেত্রীরা মহুয়া মৈত্রকে আক্রমণ করেন আর এবার বাদল অধিবেশনেও কালী বিতর্ককে তুলে কেন্দ্র দ্বারা তৃণমূলকে ফের একবার চাপে ফেলা হবে বলেই মত বিশেষজ্ঞদের। এই প্রসঙ্গে বিজেপি নেতা সুকান্ত মজুমদার বলেন, “মা কালীকে অবমাননা করা হয়েছে। বাদল অধিবেশনে তৃণমূল কংগ্রেসকে এর জবাবদিহি করতে হবে।” আরো এক বিজেপি নেতার কথায়, “ধর্মীয় ভাবাবেগে যেভাবে আঘাত দেওয়া হয়েছে, তা উচিত নয়। এর জবাব তৃণমূলকে দিতে হবে।”

Ma kali

উল্লেখ্য, অতীতে দুর্গাপুজো এবং সরস্বতী পুজো নিয়ে বাংলার শাসক দলকে একাধিকবার কটাক্ষ করে বিজেপি। তবে তাদের সেই সকল কৌশল কাজে দেয়নি। তবে এবার কালী বিতর্ক নিয়ে তৃণমূলকে ব্যাকফুটে করার কৌশল কাজে দেবে বলে আশাবাদী কেন্দ্র।

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর