হিউস্টনে নরেন্দ্র মোদীর র‍্যালি, উপস্থিত থাকবেন ৪৫ হাজার মানুষ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবছরের সেপ্টেম্বর মাসে আমেরিকার সফরে যাবেন। আর সে সময় তিনি সম্ভাবিত হিউস্টনে একটি র‍্যালি করবেন। ওনার হিউস্টনের র‍্যালি নিয়ে ভারতীয় বংশভূতদের মধ্যে চরম উদ্দীপনা। হিউস্টনের ভারতীয় বংশভূতেরা এই শুনেই চরম উৎসাহিত যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁদের সামনে ভাষণ দেবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেপ্টেম্বর মাসে সংযুক্ত রাষ্ট্রের জেনারেল অ্যাসেম্বলি-র বার্ষিক বৈঠকে অংশ নেওয়ার জন্য হিউস্টন যাবেন।

হিউস্টনে টাকা ভারতীয় বংশভূতদের নেতারা জানান, এখনো তারিখ ঠিক হয়নি, কিন্তু তাঁদের আগামী ২২ সেপ্টেম্বর সেখানে একটি র‍্যালির আয়োজন করার কথা বলা হয়েছে। হিউস্টনে প্রচুর পরিমাণে ভারতীয় বংশভূত বসবাস করেন, আর ওই হিউস্টনকে বিশ্বের শক্তির রাজধানী হিসেবে মানা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইউএনজিএ এর বৈঠকে অংশ নেওয়ার জন্য আগামী ২০-২৩ সেপ্টেম্বর আমেরিকার সফরে থাকবেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সেপ্টেম্বর মাসের তৃতীয় সপ্তাহে নিউ ইউর্ক আর হিউস্টন সফর নিয়ে আমেরিকার ভারতীয় চরম উদ্দীপনা দেখা যাচ্ছে। বিজেপির ওভারসিজ মিত্র সংস্থা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্বাগত জানানোর প্রস্তুতি নিচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই র‍্যালি এনআরজি স্টেডিয়ামে হবে, সেখানে ৪৫ হাজার মানুষ একসাথে নরেন্দ্র মোদীর ভাষণ শুনবেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০১৪ন সালে ক্ষমতায় আসার পর এই নিয়ে তৃতীয়বার ভারতীয় আমেরিকার বংশভূতদের সম্বোধন করবেন। সবার প্রথমে উনি নিউ ইউর্ক-এর ম্যাডিসন স্কয়ার গার্ডেনে ২০১৪ সালে ভারতীয়দের সম্বোধিত করেছিলেন। এরপর ২০১৬ সালে সিলিকন ভ্যালিতে ভারতীয়দের সম্বোধিত করেন তিনি। দুটি অনুষ্ঠানেই ২০ হাজারের বেশি ভারতীয় উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর