ভেঙে পড়েছেন ইসরোর বিজ্ঞানীরা। এই বলে তাদের হাল না ছাড়ার বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

 

 

বাংলা হান্ট ডেস্ক: চান্দ্রযান ২ এর ল্যান্ডার বিক্রম চাঁদের দক্ষিণ মেরুতে পৌঁছবে, ভেদ করবে অনেক অজানা রহস্য। সেই দিকেই তাকিয়ে ছিল অসমুদ্র হিমাচল।কিন্তু শেষ মুহূর্তে যোগাযোগ ছিন্ন।শনিবার বিক্রমের অবতরণের প্রক্রিয়া শুরু হয় রাত ১.৩৮ মিনিটে।  সেকেন্ডে ১.৮ কিলোমিটার থেকে যানের গতিবেগ কমিয়ে আনা শুরু হয় শূন্যে। সেই পর্যায়ে কয়েক সেকেন্ডের মধ্যেই ইসরোর কন্ট্রোল সেন্টারের সঙ্গে যাবতীয় সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় যানটির। রাত ২.২০ মিনিটে ইসরোর চেয়ারম্যান কে শিবন জানান, চন্দ্রপৃষ্ঠ থেকে ২.১ কিলোমিটার পর্যন্ত বিক্রমের অবতরণ প্রক্রিয়া। পরিকল্পনা মাফিক চলার পর পর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে।ভেঙে পরে ইসরোর বিজ্ঞানীরা।চাঁদের মাটিতে ল্যান্ডার বিক্রমের থেকে সংকেত বিচ্ছিন্ন হওয়ার পর বিজ্ঞানীদের উত্সাহিত করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বললেন”  জীবনে উত্থান-পতন আসতে থাকবে। সাহস হারাবেন না। আপনাদের পাশে রয়েছি আমি। “মনোবল ভেঙে যাওয়া বিজ্ঞানীদের সাহস না হারানোর বার্তা দিলেন মোদী।তিনি আরও বলেন ” সংযোগ বিচ্ছিন্ন হওয়ার পর আমি দেখছিলাম আপনাদের মুখ শুকিয়ে গিয়েছিল। কিন্তু আপনারা দারুণ কাজ করেছেন। দেশ গর্বিত। আবার যোগাযোগ শুরু হলে অনেক কিছু তথ্য আসবে বলে আশা করি। আপনারা দেশের সেবা করেছেন। সমগ্র মানব জাতি ও দেশের সেবা করছেন বিজ্ঞানীরা।”ভবিষ্যতে অভিযান করব। আমি আপনাদের পাশে। হিম্মত রাখুন।” প্রধানমন্ত্রীর বক্তব্যের পর হাততালি দিয়ে স্বাগত জানান বিজ্ঞানীদের। তখন মোদী বলেন,”আপনাদের সাহসে দেশ আরও আনন্দ করবে।”

পরে নরেন্দ্র মোদী টুইট করেন,”বিজ্ঞানীদের নিয়ে গর্বিত ভারত। তাঁরা নিজেদের সেরাটা উজাড় করে দিয়েছেন। এটা সাহসী মুহূর্ত। আগামী দিনেও সাহসীই থাকবে। চন্দ্রযান অভিযান নিয়ে তথ্য দিলেন চেয়ারম্যান। আমরা আশাবাদী। মহাকাশ কর্মসূচি নিয়ে কঠোর পরিশ্রম জারি থাকবে।”

সম্পর্কিত খবর