বই পড়তে বেশ ভালবাসি,কিন্তু পড়ার অভ্যেস খানিকটা নষ্ট করেছে গুগল: নরেন্দ্র মোদী

বাংলা হান্ট ডেস্ক : বই পড়তে বরাবরই ভালবাসি কিন্তু এখন আর সেভাবে হয়ে ওঠে না বলা ভাল গুগল সেই পড়ার অভ্যেসটা নষ্ট করে দিয়েছে রবিবার মাসিক রেডিও অনুষ্ঠানের 49 তম পর্বে এসে এনসিপি ক্যাডেটদের এমনটাই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যেহেতু মোদীর বই পড়া সম্পর্কে সকলেরই একটা আগ্রহ রয়েছে তাই এই সম্পর্কে এনসিপি ক্যাডেটরা তাঁকে প্রশ্ন করলে এমনই মন্তব্য করেন তিনি।

যদিও এইটুকু উত্তর দিয়েই ক্ষান্ত থাকেননি রাজনীতিতে না এলে কী করতেন? এনসিপি ক্যাডেটদের এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি জানান যখন এসেই পড়েছেন তখন দেশবাসীকে সেবা করবেন। তবে তিনি যে প্রথম থেকে রাজনীতিবিদ হতে চান না তা একপ্রকার স্পষ্ট করে বলেছেন, কিন্তু বরাবর কর্মঠ প্রধানমন্ত্রী

নরেন্দ্র মোদী আরও জানিয়েছেন অন্যান্য ছেলেদের মতো বিভিন্ন ধাপে ধাপে তিনি কাজ করতে চেয়েছিলেন তবে রাজনীতিতে এসে পড়ায় খানিকটা ব্যাহত হলেও পুরোপুরি সুযোগ হাতছাড়া হয়নি। তবে রাজনীতিতে এসে পড়ায় তাঁর টিভি দেখা কিংবা বই পড়ার অভ্যেসটা খানিকটা ও সময়ে পরিণত হয়েছে। যদিও তিনি টিভি দেখতে অল্প স্বল্প পছন্দ করেন তবে বই পড়াটা তাঁর অত্যন্ত পছন্দের বলে জানান মোদী।

সম্পর্কিত খবর