হুহু করে বাড়ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা, আরও একটি সফলতার সিঁড়ি অর্জন করলেন তিনি

বাংলা হান্ট ডেস্কঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) মাইক্রো ব্লগিং সাইট ট্যুইটারে (Twitter) একটি নতুন সফলতা অর্জন করলেন। প্রধানমন্ত্রী মোদীর ট্যুইটার অ্যাকাউন্টে ফলোয়ার সংখ্যা বেড়ে ৬ কোটির বেশি হয়েছে। এছাড়াও প্রধানমন্ত্রী ২ হাজার ৩৫৪ জনকে ফলো করেন।

আপনাদের জানিয়ে দি, ট্যুইটারে প্রধানমন্ত্রী নরেন্দ্র সেই শীর্ষ নেতাদের মধ্যে একজন, যাঁকে সবথেকে বেশি মানুষ ফলো করেন। নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পাঁচ বছর আগে মানে ২০০৯ সালে ট্যুইটার অ্যাকাউন্ট খুলেছিলেন। তখন তিনি গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন। এখন ট্যুইটারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর থেকে বেশি ফলোয়ার্স শুধু আমেরিকা রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের আছে। ওনার এখন ৮ কোটি ৩৭ লক্ষের মতো ফলোয়ার্স আছে।

আরেকদিকে, ট্যুইটারে আমেরিকার প্রাক্তন রাষ্ট্রপতি বারাক ওবামার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর থেকে দ্বিগুণ ফলোয়ার্স আছে। বারাক ওবামার বর্তমান ফলোয়ার্স ১২ কোটি ৭০ লক্ষের বেশি। ট্যুইটারে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ এর ২ কোটি ১৬ লক্ষ ফলোয়ার্স আছে। উনি ২০১৩ এর মে মাসে ট্যুইটার অ্যাকাউন্ট খোলেন। বিরোধী নেতা তথা কংগ্রেসের প্রাক্তন সভাপতি আর সাংসদ রাহুল গান্ধীর ট্যুইটারে ১ কোটি ৫২ লক্ষ ফলোয়ার্স আছে।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর