বাজেট অধিবেশনে দেশের আর্থিক উন্নয়নের আলোচনা চান নরেন্দ্র মোদি

বাংলা হান্ট ডেস্কঃ শুরু হল এবারের বাজেট অধিবেশন ।  আগামিকাল  শনিবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ বাজেট পেশ করবেন সংসদে । সংসদে বাজেট অধিবেশনে দেশের অর্থনীতি এবং অন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হবে বলে আশাপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ।  এদিকে এদিন অধিবেশন শুরুর আগেই সংসদের বাইরে বিক্ষোভ দেখিয়েছে কংগ্রেস সহ বিরোধী দলগুলি ।

5e2fd70dd5655

সংসদের উভয়কক্ষে অর্থনীতি নিয়ে উন্নয়নমূলক আলোচনা হোক, এটাই চান মোদি ।  নিজেদের দেশের আর্থিক পরিস্থিতি নিয়ে তো এই অধিবেশনে আলোচনা হবেই, এছাড়া বিশ্বের বর্তমান অর্থিক অবস্থা ভারতকে কী সুবিধা দিতে পারে সে বিষয়েও বিশদে আলোচনা করা হবে ।

নতুন বছরে এই প্রথম অধিবেশন এটা, এই বাজেটেই গোটা দশকের ভিত্তিপ্রস্তর স্থাপিত হোক, এমনটাই চাইছে মোদি সরকার। পাশাপাশি প্রধানমন্ত্রীর দাবি, ‘দলিত ও মহিলারা – যাঁরা নিয়মিত নীপিড়নের শিকার হন, তাঁদের ক্ষমতায়নে সরকার সচেষ্ট হবে।

প্রধানমন্ত্রী যখন বাজেট অধিবেশনের প্রাক্কালে বক্তব্য রাখছেন, তখনই সংসদের বাইরে বিক্ষোভ দেখান কংগ্রেস ও অন্যান্য বিরোধীরা। সংসদ ভবন প্রাঙ্গণে নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতায় বিক্ষোভ দেখানো হয়। কালো কাপড় বেঁধে স্লোগান দিতে থাকেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধী। বহু সাংসদের কাছে ছিল ‘Save the Constitution’ লেখা প্ল্যাকার্ড। এবারের বাজেট অধিবেশনের দিকে নজর গোটা রাজনৈতিক মহলের । সেই সঙ্গে কালকের পেশ হওয়া বাজেটের দিকে তাকিয়ে দেশের প্রতিটি মানুষ ।

 

 

সম্পর্কিত খবর