বিগ ব্রেকিং: প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বাড়ির গণেশ পুজোয় হাজির মোদী, ছবি ঘিরে নতুন করে জলঘোলা

বাংলাহান্ট ডেস্ক : সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় (DY Chandrachud) এর বাড়ির গণেশ পুজোয় উপস্থিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। আরজিকর কাণ্ডের আঁচ যখন প্রায় গোটা দেশে ছড়িয়ে পড়েছে, সুপ্রিম শুনানি নিয়ে উঠতে শুরু করেছে নানান প্রশ্ন, তখন এই ছবি নতুন করে গুঞ্জন তুলল বিভিন্ন মহলে। সম্প্রতি গণেশ চতুর্থীতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় (DY Chandrachud) এর বাড়ির পুজোয় উপস্থিত ছিলেন নরেন্দ্র মোদী। সেই ছবি এখন ঘুরপাক খাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। রাজনৈতিক মহলে এই ছবি যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন ওয়াকিবহাল মহল।

ডিওআই চন্দ্রচূড়ের বাসভবনে নরেন্দ্র মোদী

বুধবার রাতে প্রধান বিচারপতি ডিওআই চন্দ্রচূড়ের নয়াদিল্লির সরকারি বাসভবনের অন্দরের দৃশ্য এখন ঘুরপাক খাচ্ছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে। এদিন প্রধান বিচারপতির বাড়ির গণেশ পুজোয় উপস্থিত হয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যে ছবি ভাইরাল হয়েছে সেখানে প্রধানমন্ত্রীকে আরতির থালা হাতে গণপতির সামনে পুজো করতে দেখা গিয়েছে। তাঁর একদিকে দাঁড়িয়ে প্রধান বিচারপতি এবং অন্য পাশে প্রধান বিচারপতির স্ত্রী কল্পনা দাস।

আরো পড়ুন : ‘স্বাস্থ্যমন্ত্রী আপনারা নবান্নে বসে হতাশ, আমরা রাজপথে বসে হতাশ’, মোক্ষম খোঁচা জুনিয়র ডাক্তারদের

গণেশ আরাধনার কথা জানান প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাথায় এদিন দেখা গিয়েছে মহারাষ্ট্রীয় টুপি। এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে নরেন্দ্র মোদী লিখেছেন, ‘প্রধান। বিচারপতি ডিওআই চন্দ্রচূড় জির বাসভবনের গণেশ পুজোয় যোগদান করেছিলাম। ভগবান শ্রী গণেশ সকলকে সুখ, সমৃদ্ধি এবং সুস্বাস্থ্যের আশীর্বাদ করেন’।

আরো পড়ুন : ‘পুজোয় আছি, উৎসবে নেই’, ছবি বয়কটের ডাক উঠতেই সাফাই স্বস্তিকার

অপর একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে সস্ত্রীক প্রধানমন্ত্রীকে নিজেদের বাসভবনে স্বাগত জানাতেও দেখা গিয়েছে ডিওআই চন্দ্রচূড়কে। প্রতি বছর দশ দিন ব্যাপী গণপতি বাপ্পার আরাধনা করে থাকেন প্রধান বিচারপতি। এদিন পুজোয় যোগ দেন প্রধানমন্ত্রী। যদিও পুজোর পরেই তিনি সৌজন্য সাক্ষাৎ সেরে বেরিয়ে যান বলে খবর।

DY Chandrachud

উল্লেখ্য, সাম্প্রতিক বেশ কিছু রায়ে কেন্দ্রীয় সরকারের নীতির সমালোচনা করতে দেখা গিয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে। কিন্তু এদিনের ছবি নতুন করে গুঞ্জন তুলেছে বিভিন্ন মহলে। উপরন্তু আরজিকর কাণ্ডে সম্প্রতি সুপ্রিম কোর্টের দ্বিতীয় শুনানিতে আমজনতার একাংশকে অসন্তোষ প্রকাশ করতে দেখা গিয়েছে। এমতাবস্থায় চন্দ্রচূড়ের সঙ্গে প্রধানমন্ত্রীর এই ছবি একাধিক প্রশ্নও তুলে দিয়েছে তা বলার অপেক্ষা রাখে না।


Niranjana Nag
Niranjana Nag

সম্পর্কিত খবর