আমাদের মতই আরেকটি বিশ্ব খুঁজে পাওয়া গিয়েছে, সামাজিক মাধ্যমে জানাল নাসা

বাংলাহান্ট ডেস্কঃ সম্প্রতি সামাজিক মাধ্যমে নাসা জানিয়েছে, “একটি সম্পূর্ণ নতুন বিশ্ব! একটি পৃথিবী আকারের এক্সোপ্ল্যানেট তার তার আবাসস্থল অঞ্চলে প্রদক্ষিণ করে পাওয়া গেছে, এমন একটি নক্ষত্রের আশেপাশের অঞ্চল যেখানে একটি পাথুরে গ্রহ তরল জল থাকতে পারে।” নাসার এই পোস্টে উচ্ছ্বসিত মহাকাশপ্রেমী মানুষেরা। সামাজিক মাধ্যমে একের পর এক প্রশ্নে নিজেদের কৌতুহল ব্যাক্ত করেছেন তারা। একই সাথে নাসাকে শুভেচ্ছাও জানিয়েছেন নেটিজেনরা।


জানা যাচ্ছে, নাসার কেপলারের দেওয়া তথ্য বিশ্লেষণ করে এই লুকিয়ে থাকা গ্রহের সন্ধান পেয়েছে। এই গ্রহটি হুবহু আমাদের পৃথিবীর মতোই। কেপলারের জ্বালানি শেষ হয়ে যাওয়ার কারণে ২০১৮ সালে তা নিষ্ক্রিয় হয়ে যায়। তবে বিজ্ঞানীরা এখনও আমাদের সৌরজগতের বাইরে অবস্থিত গ্রহগুলির আবিষ্কারের বিষয়ে কেপলারের দেওয়া তথ্য পর্যবেক্ষণ করে চলেছেন। সেখান থেকেই এই গ্রহের সন্ধান পাওয়া গিয়েছে।

কেপলার – ১৬৪৯সি পৃথিবী থেকে ৩০০ আলোকবর্ষ দূরে অবস্থিত। আবিস্কার হওয়া এক্সোপ্ল্যানেটগুলির মধ্যে নাসা এই গ্রহটিকে আকারের ও ভূপৃষ্ঠের তাপমাত্রার দিক থেকে পৃথিবীর অনুরূপ বলে বর্ণনা করেছেন। গ্রহটির কক্ষপথ নক্ষত্রের কাছাকাছি এমন অঞ্চলে অবস্থির যেখানে জল জাতীয় তরলের অস্তিত্ব পাওয়া সম্ভব বলে করছেন বিজ্ঞানীরা।

https://www.instagram.com/p/B-Z9dVkDFmB/?igshid=i7pjrc0291q1

https://www.instagram.com/p/B-YqD1JDvZQ/?igshid=bypqbrjh86c2

https://www.instagram.com/p/B-ANZaEj3Ym/?igshid=q5kfecfo504l

নাসার বিজ্ঞানীরা ইতিমধ্যেই এই গ্রহটিকে দ্বিতীয় পৃথিবী বলে অভিহিত করছেন, আয়তনে এই গ্রহটি পৃথিবীর থেকে সামান্য বড়, তাপমাত্রাও পৃথিবীর মতই।

সম্পর্কিত খবর