দেশের সেরা মুখ্যমন্ত্রীর মুকুট ছিনিয়ে নিলেন নবীন পটনায়েক, দাবি নতুন এক সার্ভের

বাংলহান্ট ডেস্কঃ করোনা সংক্রমণ রুখতে দেশের সেরা মুখ্যমন্ত্রী হিসাবে নির্বাচিত হলেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পটনায়েক (Naveen Patnaik)। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) জনপ্রিয়তা তুঙ্গে থাকলেও, বিজেপি শাসিত রাজ্যের মুখ্যন্ত্রীরা কেউউ ঢুকতে পারলেন না প্রথম ছয়ে।

   

আর সকলকে টেক্কা দিয়ে সেরার সেরা হিসাবে প্রথম স্থান দখল করে নিলেন নবীন পটনায়েক। ৮২.৯৬ শতাংশ মানুষের ভালোবাসায় আজ তিনি প্রথম শটেই গোল করলেন।

সেরা মুখ্যমন্ত্রী নবীন পটনায়েক
করোনা ভাইরাসের সংক্রমণ থেকে দেশবাসীকে রক্ষা করতে জারী করা হয়েছিল লকডাউন। এই সময় সাধারণ মানুষ থেকে শুরু করে পরিযায়ী শ্রমিক সকলেই পড়েছিলেন দুর্ভোগে। বাড়ি ফেরার আশায় বহু পরিযায়ী পায়ে হেঁটেই ফেরার পথ অবলম্বন করেছিলেন। পথে দুর্ঘটনার ফলে তাঁদের প্রাণহানি ঘটায়, সরকার তাঁদের জন্য পরবর্তীতে শ্রমিক স্পেশালের ব্যবস্থা করে দেয়। এই নিয়ে মোদী সরকারকে বহুবার সমালোচনার মুখোমুখি হতে হয়েছে। কিন্তু তা সত্ত্বেও তাঁর জনপ্রিয়তা বিন্দুমাত্রও ক্ষুন্ন হয়নি। কিন্তু বিজেপির মুখ্যমন্ত্রীদেরকে টেক্কা দিয়ে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছালেন নবীন পটনেয়ক।

প্রধানমন্ত্রী হিসাবে মোদী জীকে আবারও চাইছেন ৭০ শতাংশ
দেশের প্রায় ৭০ শতাংশ মানুষ চাইছেন এবারেই শেষ নয়, আবারও প্রধানমন্ত্রীর পদে বসুন মোদী জী। এক বেসরকারি সংস্থার মাধ্যমে সার্ভে করে এই রিপোর্ট পাওয়া যায়। প্রধানমন্ত্রী জনপ্রিয়তার শীর্ষে থাকলেও, তাঁর অন্যান্য নেতা মন্ত্রীরা কিন্তু সেরার তালিকায় রয়েছেন অনেক পিছনে।

অন্যান্য মুখ্যমন্ত্রীদের স্থান
পাশাপাশি আরও জানা যায়, মুখ্যমন্ত্রীদের মধ্যে শীর্ষে ৮২.৯৬ শতাংশ মানুষের সমর্থনে প্রথমে রয়েছেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পটনায়েক। ৮১.০৬ শতাংশ সমর্থনে পরবর্তীতে রয়েছেন কংগ্রেস অধ্যুষিত ছত্রিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল। এরপর ৮০.২৮ শতাংশ জনতার বিচারে রয়েছেন কেরলের বামপন্থী মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। এরপর অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র, দিল্লী, হিমাচল প্রদেশ, কর্নাটকের মুখ্যমন্ত্রী স্থান পেলেও, তালিকায় ১৭ তম স্থানে রয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী এবং ২০ তম স্থানে রয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী নিতীশ কুমার।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর