সকাল ১১টা পর্যন্ত মোদীরাজ্যে ভোট পড়েছে মাত্র ১৯ শতাংশ! ধীরগতির ভোটদান নিয়ে সরব AAP

বাংলা হান্ট ডেস্কঃ আজ বৃহস্পতিবার, গুজরাটে চলছে প্রথম দফার নির্বাচন (Gujarat Election ) প্রক্রিয়া৷ সৌরাষ্ট্র-কচ্ছ সহ গুজরাটের দক্ষিণাঞ্চলের মোট ১৯টি জেলার ৮৯টি আসনে চলছে ভোট গ্রহণ। ২০২২ সালের নির্বাচনে সৌরাষ্ট্রের দখল পেতে বিজেপি সহ কংগ্রেস, আপ সমস্ত রাজনৈতিক দলই মরিয়া প্রচার চালিয়েছে৷

   

ভোটকে সামনে রেখে প্রতিটি ধাপে নেওয়া হচ্ছে কড়া নিরাপত্তা। গুজরাটের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) এর কার্যালয় অনুসারে, গুজরাটের মোট ১৪,৩৮২টি ভোটকেন্দ্রে আজ সকাল ৮টায় প্রথম দফার ভোট গ্রহণ শুরু হয়েছে। ভোটদান প্রক্রিয়া চলবে বিকেল ৫টা পর্যন্ত।

মোদী-শাহের রাজ্যের প্রায় ৪ কোটি ৯১ হাজার ভোটারের মধ্যে প্রথম দফায় ভোটাধিকার প্রয়োগ করবেন সেখানের ২ কোটি ৩৯ লক্ষ জন মানুষ। আজ গুজরাত বিধানসভা নির্বাচনের প্রথম ধাপে ভোটারদের বেশি সংখ্যায় ভোট দেওয়ার আর্জি জানিয়েছেন বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা (JP Nadda), কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ(Amit Shah), কংগ্রেস নেতা রাহুল গান্ধি(Rahul Gandhi)-সহ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)।

সকাল ১১ টা পর্যন্ত গুজরাটে ভোট পড়েছে প্রায় ১৯ শতাংশ, তবে শতাংশের এই হিসেব নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে রীতিমতো সরব হয়েছে গুজরাটের রাজনীতিতে সদ্য পা রাখা দল, আম আদমী পার্টি (Aam Aadmi Party)। আপের অভিযোগ অত্যন্ত ধীরগতিতে চলছে ভোটদান প্রক্রিয়া।

আপ এর গুজরাট প্রধান গোপাল ইটালিয়া (Gopal Italia)  টুইট করে লেখেন , “কাটারগাম এ ইচ্ছাকৃতভাবে ধীরগতিতে ভোট দেওয়া হচ্ছে। @ECISVEEP এইভাবে, যদি আপনাকে শুধুমাত্র বিজেপি গুন্ডাদের চাপে কাজ করতে হয়, তাহলে আপনি নির্বাচন কেন করাবেন? গোটা রাজ্যে গড়ে ৩.৫% ভোট পড়েছে , অথচ কাটারগামে ভোট পড়েছে মাত্র ১.৪১ % । ”

গুজরাটের প্রথম দফার নির্বাচনে বিজেপি, কংগ্রেস, আম আদমি পার্টি (এএপি), বহুজন সমাজবাদী পার্টি (বিএসপি), সমাজবাদী পার্টি (এসপি), মার্কসবাদী কমিউনিস্ট পার্টি (সিপিআই-এম), ভারতীয় ট্রাইবাল পার্টি (বিটিপি) ছাড়াও আরও ৩৬ টি দল আসন জেতার প্রতিদ্বন্দ্বিতায় নেমেছে। বিজেপি ও কংগ্রেস ৮৯টি আসনেই তাদের প্রার্থী দিয়েছে। তবে প্রথম দফায় আপ সরকার ৮৮টি আসনের জন্য নিজেদের প্রার্থী দিয়েছে। প্রথমে আপ সমস্ত আসনে প্রার্থী দিলেও , পরবর্তীতে সুরাট পূর্ব বিধানসভা আসন থেকে আপ প্রার্থী তার মনোনয়ন প্রত্যাহার করে নেওয়ায় , এই পর্বে ময়দানে ৮৮ জন প্রার্থী পাঠিয়েই সন্তুষ্ট আম আদমী পার্টি ।

প্রসঙ্গত, ২০১৭ সালের বিধানসভা ভোটে গুজরাটের এই ৮৯টি আসনের মধ্যে বিজেপি ৪৮টি আসনে জিতেছিল। কংগ্রেস ও তার সহযোগীদের দখলে ছিল ৪০ আসন । যদিও পরে কয়েক জন কংগ্রেস বিধায়ক বিজেপিতে যোগ দিয়েছিলেন। আপনাদের আরও জানিয়ে রাখি, দ্বিতীয় দফায় উত্তর ও মধ্য গুজরাতের ৯৩টি আসনে ভোট হবে আগামী সোমবার। ভোট গণনা ৮ ডিসেম্বর।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর