বছরের প্রথম দিন শুরু হোক এই জিনিসগুলি দেখে, সময় কাটবে শুভ শুভ করে, কি বলছেন নিম করোলি বাবা?

বাংলা হান্ট ডেস্ক: আধ্যাত্মিক সাধকদের মধ্যে একজন হচ্ছেন নিম করোলি বাবা (Neem Karoli Baba)। কেউ কেউ আবার তাকে আরাধ্য দেবতা হিসেবেও পুজো করে থাকেন। তাঁর ধর্ম, জ্ঞান, সফলতার বাণী গোটা দেশ জুড়ে প্রসিদ্ধ। নিম করোলি বাবার বাণী শুধু সফলতাই নয় মানুষকে সঠিক চলার পথও দেখিয়েছে। তাঁর মতে, কোনো ব্যক্তির জীবনে ভালো কিছু হওয়ার আগে একাধিক ইঙ্গিত পাওয়া যায়। বিশেষ করে, নতুন বছর শুরুর দিন যদি এই বিশেষ জিনিস গুলি দেখা যায় তাহলে এটি আপনার জন্য অত্যন্ত শুভ।

নববর্ষের দিন নিম করোলি বাবার (Neem Karoli Baba) বাণী:

ইতিমধ্যেই সকলেই ২০২৪-কে বিদায় জানিয়ে ২০২৫-কে স্বাগত জানিয়েছেন। আর নতুন বছর শুরু মানেই সকলের মনে এক আলাদাই আশার আলো। বছরের শুরু থেকে শেষ অবধি যাতে ভালোভাবে কাটে সেই স্বপ্নই দেখেন। কিন্তু নিম করোলি বাবার (Neem Karoli Baba) মতে, নববর্ষের দিন যদি এই বিশেষ জিনিস গুলি দেখতে পান তাহলে আপনার ভাগ্য উজ্জ্বল হতে পারে। এমনকি গোটা বছর কাটে হাসি-খুশিতে। আপনিও কি এই জিনিসগুলি দেখেছেন দেখে নিন সেই তালিকা।

নববর্ষের দিন কি কি দেখা ভালো:

১) সাধুর দর্শন: নিম করোলি বাবার (Neem Karoli Baba) মতে, কেউ যদি বছরের প্রথম দিনেই সাধুর দর্শন পায় তা তাদের জন্য অত্যন্ত শুভ। এতে করে নাকি ঈশ্বরের আশীর্বাদ আপনার উপর থাকে বলে বিশ্বাস করা হয়। আর আপনার উপর যদি ঈশ্বরের আশীর্বাদ থাকে তাহলে জীবনে সুখের অভাব হয় না।India going to be a large country for this reason

২) চোখ থেকে জল পড়া: কোন ব্যক্তি যদি সারা বছর ঈশ্বরের সেবায় নিযুক্ত থাকেন। আর বছরের প্রথম দিন যদি চোখে জল পড়তে শুরু করে এটিও অত্যন্ত শুভ লক্ষণ। এতে করে ভাগ্যের আমূল পরিবর্তন ঘটে।

আরও পড়ুনঃগম্ভীরের রাগ, প্লেয়ারদের মধ্যে লড়াই! বছরের শুরুতেই ফাঁস টিম ইন্ডিয়ার ড্রেসিং রুমের “উত্তপ্ত” আলোচনা

৩) পশু পাখির দেখা: নিম করোলি বাবার মতে, নববর্ষের দিন যদি কোনো ব্যক্তির বাড়িতে কোন পশু-পাখির আগমন ঘটে, তাহলে কোনো সুখের বার্তা আসতে পারে। এমনকি আপনার সংসারের সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায়। পাশাপাশি, পশু পাখির আগমনে দেব-দেবীর কৃপালাভ করা যায়।

৪) ঘুম থেকে উঠে চুপ করে থাকা: নববর্ষের দিন সকালে ঘুম থেকে উঠে কিছুক্ষণ চুপ করে থাকুন। নিম করোলি বাবার (Neem Karoli Baba) মতে,  এটি করলে ইতিবাচক শক্তির উত্থান হয়। এতে করে আপনার বুদ্ধির বিকাশ ঘটে এবং মনও শান্ত থাকে।

আরও পড়ুনঃ ভারতের ওপরেই নির্ভরশীল! অবশেষে সুর নরম করে দিল্লির সাথে সুসম্পর্ক চাইছেন বাংলাদেশের সেনাপ্রধান

এগুলির মধ্যে যদি আপনিও কোনটি করে থাকেন, কিংবা এই বিশেষ জিনিস গুলি দেখা পেয়ে থাকেন তাহলে আপনি খুবই ভাগ্যবান। নিম করোলি বাবার (Neem Karoli Baba) কথা অনুযায়ী, আপনার জীবনে খুব শীঘ্রই সুখের সঞ্চার ঘটতে চলেছে। আগামী দিনগুলিতে কোনো কিছুর অভাব হবে না।

Sunanda Manna
Sunanda Manna

সুনন্দা মান্না, বাংলা হান্টের স্ক্রিপ্ট রাইটার। গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতা করার পর থেকেই সংবাদ মাধ্যমে কাজ শুরু। দেশ থেকে বিদেশ, রাজনীতি, বিনোদন বিভিন্ন তথ্যই আপনাদের কাছে তুলে দেওয়া আমার মূল লক্ষ্য।

সম্পর্কিত খবর