‘ধ্যাষ্টামো জেঠু’র মুকুটে নতুন পালক! অভিনয়ের জন্য পেলেন বিশেষ পুরস্কার

বাংলা হান্ট ডেস্ক: জি বাংলার (Zee Bangla) সুপার হিট মেগা সিরিয়াল ‘নিম ফুলের মধু’ (Neem Phooler Madhu)। এখন দর্শকদের কাছে একেবারে হট কেকের মত এই ধারাবাহিক। বিশেষ করে এই ধার ধারাবাহিকের (Neem Phooler Madhu) নিয়মিত দর্শকরা তো একটাও পর্ব মিস করেন না। ঘড়ির কাঁটায় রাত আটটা বাজলেই সকলেই টিভির সামনে বসে গোগ্রাসে গিলতে শুরু করেন এই প্রিয় ধারাবাহিকটি।

পুরস্কার পেলেন ‘নিম ফুলের মধু’ (Neem Phooler Madhu) সিরিয়ালের ‘ধ্যাষ্টামো জেঠু’

আসলে মধ্যবিত্ত বাঙালি পরিবারের মোড়কে মোড়া এই সিরিয়ালে শুধু নায়ক নায়িকা সৃজন-পর্ণাই নয় দত্ত পরিবারের আরো একাধিক সদস্যরাও সমান জনপ্রিয়। দেখতে দেখতে দত্ত পরিবারের সদস্যরাও এখন দর্শকদের ঘরের মানুষ হয়ে উঠেছেন। তাই নিম ফুলের মধু সিরিয়ালের (Neem Phooler Madhu) প্রতিটি চরিত্রই দর্শকমহলে সমান জনপ্রিয়।

   

এই সিরিয়ালের এমন একটি জনপ্রিয় চরিত্র হলো ‘ধ্যাষ্টামো জেঠু’ (Dhyastamo Jethu)। আসলে ইনি হলেন  সৃজনের জেঠু অখিলেশ দত্ত। পর্দায় এই চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা সুব্রত গুহ রায়।  সিরিয়ালে এই জেঠুর একটি সংলাপ খুবই জনপ্রিয়। তিনি কথায় কথায় বলে থাকেন ‘ধ্যাষ্টামো হচ্ছে?’  তাই দর্শকরাও  তাঁকে ভালোবেসে নাম দিয়েছেন ‘ধ্যাষ্টামো জেঠু’।

আরও পড়ুন:  ভাঙছে ‘সোনাতিক’ জুটি, নাম না করেই সোনামণির উদ্দেশ্যে বিশেষ বার্তা প্রতীকের

Neem Phooler

মজার এই চরিত্রটি দারুন পছন্দ করেন দর্শকরাও। শুরু থেকেই এই অখিলেশ দত্তের চরিত্রটিকে নিখুঁত অভিনয় দিয়ে ফুটিয়ে তুলেছেন অভিনেতা সুব্রত গুহ রায়। এবার তাঁর এই চরিত্রের মুকুটে জুড়লো নতুন পালক। সম্প্রতি বাংলা ছবি এবং টেলিভিশন অ্যাওয়ার্ডের তরফ থেকে নিম ফুলের ,মধু ধারাবাহিকে হাস্যকৌতুক চরিত্রে অভিনয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন দত্ত বাড়ির  এই ‘ধ্যাষ্টামো জেঠু’।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর