‘নায়িকা হয়েও পার্টি করি না’! নিজেই নিজেকে ‘বোরিং’ বলছেন ‘নিম ফুলের মধু’র পর্ণা

বাংলা হান্ট ডেস্ক : বাংলা সিরিয়ালের (Bengali Serial) জগতে অত্যন্ত জনপ্রিয় একজন অভিনেত্রী হলেন পল্লবী শর্মা (Pallavi Sharma)। দর্শকদের কারও কাছে তিনি জবা (Joba) নামে পরিচিত তো কারও  কাছে তিনি পর্ণা (Parna)। দীর্ঘদিনের অভিনয় জীবনে পল্লবীর (Pallavi Sharma) ঝুলিতে রয়েছে মাত্র দুটি সিরিয়াল। তবে দুটি সিরিয়ালই  সুপারহিট। স্টার জলসার ‘কে আপন কে পর’ ধারাবাহিকের হাত ধরে অভিনয় জগতে হাতেখড়ি হয়েছিল তাঁর।

নিজেকে বোরিং বলছেন নিম ফুলের মধু’র পর্ণা অভিনেত্রী পল্লবী শর্মা (Pallavi Sharma)

প্রথম ধারাবাহিকেই জবার ভূমিকায় পল্লবীর (Pallavi Sharma) অভিনয় মন ছুঁয়ে গিয়েছিল দর্শকদের। এই সিরিয়ালে জবার সংলাপ, কিংবা তার নানান আজগুবি কর্মকাণ্ড দেখে সোশ্যাল মিডিয়ায় বয়ে যেত মিমের বন্যা। সেই সময় ছোট পর্দায় এই ধারাবাহিকটি ব্যাপক হিট করেছিল। ৩ বছরের বেশি সময় ধরে রমরমিয়ে চলেছিল এই ধারাবাহিক। পল্লবী অভিনীত ‘কে আপন কে পর’ ধারাবাহিকের পর বহুদিন লাইট ক্যামেরা অ্যাকশনের দুনিয়া থেকে দূরেই ছিলেন অভিনেত্রী।

   

তবে অবশেষে তিনি কামব্যাক করেছেন জি বাংলার (Zee Bangla) হিট ধারাবাহিক ‘নিম ফুলের মধু’র  (Neem Phooler Madhu) হাত ধরে। এই ধারাবাহিকে দত্তবাড়ির  জিনিয়াস বৌমা আলোকপর্ণার চরিত্রে পল্লবীর তুখোড় অভিনয় আরও একবার মন জয় করে নিয়েছে বাংলা সিরিয়াল প্রেমীদের। সাপ্তাহিক  টিআরপি তালিকাতে তাঁর জনপ্রিয়তার ছাপ স্পষ্ট। তবে  বাংলা সিরিয়ালের প্রথম সারির অভিনেত্রী হয়েও বরাবরই খুবই সাধারণ জীবন যাপন করতে পছন্দ করেন পল্লবী।

আরও পড়ুন : BSNL গ্রাহকদের জন্য সুবর্ণ সুযোগ! এক ধাক্কায় এই রিচার্জ প্ল্যানের দাম কমল ১০০ টাকা

নিম ফুলের মধু ধারাবাহিকের আগে একবার দিদি নাম্বার ওয়ান-এর মঞ্চে এসেছিলেন সকলের প্রিয় পর্ণা ওরফে পল্লবী। সেখানে সঞ্চালিকা রচনা বন্দ্যোপাধ্যায়ের সাথে জীবনের বেশ কিছু অজানা কথা শেয়ার করেছিলেন অভিনেত্রী। সেখানে তিনি জানিয়েছিলেন নায়িকা হলেও তিনি পার্টি করেন না, বন্ধুবান্ধব নেই তাঁর। তাই তিনি নিজেকে খুবই বোরিং মনে করেন।

পল্লবীর কথায় স্কুল জীবন থেকে তাঁর বন্ধু রয়েছেন মাত্র দুজন। তাই তার জীবনে কাউকে খুঁজে পাওয়া মুশকিল। প্রসঙ্গত টিভির পর্দায় সারাক্ষণ হাসিখুশি এই মিষ্টি অভিনেত্রীর বাস্তব জীবনে রয়েছে ব্যাপক ট্রাজেডি।  খুব ছোটবেলাতেই নিজের বাবা-মাকে হারিয়েছিলেন পল্লবী।  তারপর থেকে পিসির সাথেই থাকতেন তিনি।  যদিও এখন সেই পিসিও আর বেঁচে নেই। তারপর নিজের উপার্জনে কেনা ফ্ল্যাটে একাই থাকেন অভিনেত্রী। এখন যদিও তাঁর একা থাকার অভ্যাস হয়ে গিয়েছে। তবে সেসময়  অভিনেত্রী জানিয়েছিলেন তার জীবনে কেউ না থাকলেও পরবর্তীতে যদি কেউ আসে তাহলে তাকেই বিয়ে করে নেবেন তিনি।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর