ইন্দ্রকুমার ফিনিশ! পর্ণাকে সাহায্য করতে দত্তবাড়িতে হাজির আরও এক নতুন সদস্য

বাংলা হান্ট ডেস্ক : প্রতি সপ্তাহেই টানটান উত্তেজনার পর্ব নিয়ে হাজির হয় জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় মেগা সিরিয়াল ‘নিম ফুলের মধু’ (Neem Phooler Madhu)। শুরু থেকেই বাস্তব জীবনের ঘটনাই একেবারে মিলেমিশে একাকার এই ধারাবাহিকে। এটাই এই ধারাবাহিকের (Neem Phooler Madhu) মূল ইউএসপি। নায়ক-নায়িকা সৃজন-পর্ণা (Srijan-Parna) ছাড়াও দর্শকদের পছন্দের আরও একাধিক চরিত্র রয়েছে এই মেগা সিরিয়ালটিতে।

‘নিম ফুলের মধু’র (Neem Phooler Madhu) জমজমাট পর্ব

নিম ফুলের মধু (Neem Phooler Madhu) দেখতে দর্শকের কখনই একঘেয়েমি লাগে না। কারণ একটাই, আসলে এই সিরিয়ালের যে কোন ট্র্যাক শুরু হলে তা দিনের পর দিন টেনে নিয়ে যাওয়া হয় না নির্দিষ্ট সময়েই তা শেষ করে নিয়ে আসা হয় নতুন চমক। আর সেই সাথে এই সিরিয়ালে আসে বেশ কিছু নতুন চরিত্র-ও। তেমনি কিছুদিন আগেই এই ধারাবাহিকে নতুন খলনায়ক হয়ে এন্ট্রি নিয়েছেন ইন্দ্রকুমার (IndraKumar)।

   

এবার এই ইন্দুকুমারের পর্দা ফাঁস করার পালা। আই এই কাজ করতেই দত্ত বাড়িতে আসছেন আরও  একজন সদস্য রোহিণী। এই রোহিণী আর কেউ নয় সে আসলে ‘কোন গোপনে মন ভেসেছে’ ধারাবাহিকের নায়ক অনিকেতের বোন। পর্ণাকে সাহায্য করতেই সে আসছে দত্ত বাড়িতে।

প্রসঙ্গত আর জি করের তরুণী চিকিৎসক ধর্ষণ -খুনের ঘটনায় গোটা রাজ্য যখন প্রতিবাদে সরব ঠিক তখনই নিম ফুলের মধু ধারাবাহিকে দেখা গিয়েছে এই ইন্দ্রকুমার নামের সেলিব্রেটি বর্ষার সাথে শ্লীলতাহানি করেছেন। যদিও তার বিরুদ্ধে কোন উপযুক্ত প্রমাণ নেই।  অন্যদিকে ইশার বুদ্ধিতে ইন্দ্রকুমারও পর্ণার নামে মানহানির মামলা করে দেয়।

আরও পড়ুন : মা হচ্ছে রাই, কিন্তু বাবা কে? পিতৃপরিচয় নিয়ে প্রশ্ন উঠতেই আবার ভুল বুঝবে অনির্বাণ?

কিন্তু পর্ণা তো এত সহজে হার মানার মেয়ে নয়। তাই ইন্দ্র কুমারকে ফাঁসাতে ইতিমধ্যেই সে মরে যাওয়ার নাটক শুরু করে। অন্যদিকে পর্ণার প্ল্যান মাফিক রোহিণীও  একটা অনুষ্ঠানে গান গাইতে যায়। আর সেখানেই অতিথি হয়ে আসে ইন্দ্রকুমার। বাড়িতে বসেই ল্যাপটপে রোহিণীর গানের অনুষ্ঠান দেখতে থাকে পর্ণা।

ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে এরপর ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে ওই অনুষ্ঠানে ইন্দ্রকুমার পৌঁছানো মাত্রই মাইক হাতে একজন বলবেন আজকের লাইভ শোয়ের হোস্ট আমি নই। তখনই সেখানে সশরীরে হাজির হবে পর্ণা। আর পর্ণাকে জীবিত দেখেই চমকে যাবে ইন্দ্র কুমার। আর তখন পর্ণার পাশে এসে দাঁড়াবে রোহিণী। অর্থাৎ বোঝাই যাচ্ছে এবার ইন্দ্রকুমারের পর্দা ফাঁস হওয়া শুধু সময়ের অপেক্ষা।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর