প্রথমবার লাল কেল্লায় গেলেন সোনার ছেলে নীরজ, মন্তব্য শুনে গায়ে কাঁটা ভারতবাসীর

বাংলা হান্ট ডেস্কঃ অলিম্পিকে পদক জয়ী খেলোয়াড়দের দেশের ৭৫ তম স্বাধীনতা দিবস উদযাপনে এর আগেই আমন্ত্রণ জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সূত্র ধরেই আজ লালকেল্লায় উপস্থিত হন নীরজ চোপড়া, মীরাবাঈ চানু, রবি কুমার দাহিয়া, পিভি সিন্ধু, লাভলীনা, বজরংরা। এছাড়াও প্রাক্তন এবং বর্তমান অলিম্পিয়ানদের মিলিয়ে মোট ২৪০ জন ক্রীড়াবিদ উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। খেলোয়াড় তো বটেই সাথে সাথেই নীরজ একজন জওয়ানও। তাই লালকেল্লায় স্বাধীনতা দিবস উদযাপন তার জন্য ছিল এক অন্যরকম গর্বের বিষয়।

আজ নিজের ভাষণে সে কথাই আবেগ দিয়ে তুলে ধরেন তিনি। শুরু থেকেই নীরজ বলে আসছেন এই পদক তার একার নয় বরং গোটা দেশের। তার হাত ধরে বহু বছরের খরা কাটিয়ে অলিম্পিকে স্বর্ণ পদক জিতেছে দেশ। আর এতেই তিনি খুশি। আজ লালকেল্লায় দাঁড়িয়েও তিনি বলেন, “এতদিন টিভিতে এই অনুষ্ঠান দেখতাম। আজ সামনে থেকে দেখছি। একটা নতুন অভিজ্ঞতা। অনেক দিন পর ব্যক্তিগত ইভেন্টে দেশ সোনা জিতেছে। দেশ যে আমার জন্য গর্বিত, এটা ভেবেই আমি খুশি।”

নীরজকে নিয়ে আজ স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত গোটা দেশ। আজ নিজের ভাষণে প্রধানমন্ত্রী মোদীও বুঝিয়ে দেন সেকথা। তিনি বলেন,”ওঁরা শুধু আমাদের হৃদয় জিতে নেননি, ভবিষ্যৎ প্রজন্মকে দারুণ ভাবে অনুপ্রাণিত করেছেন।” এই অনুষ্ঠানে হাজির থাকতে পেরে গর্বিত নীরজও। প্রত্যেক জওয়ান স্বপ্ন দেখে লালকেল্লায় দেশের তেরঙ্গা পতাকার তলায় দাঁড়ানোর। অনুষ্ঠান থেকে ফেরার পর টুইট করেও সে কথাই উল্লেখ করেন এই অলিম্পিয়ান।

আজ নিজের টুইটার হ্যান্ডেল থেকে তিনি লেখেন,”ঐতিহাসিক লালকেল্লায় স্বাধীনতা দিবসের উদযাপনে সামিল হতে পারাটা গর্বের খেলোয়াড় এবং জওয়ান দুই হিসেবেই। আমাদের জাতীয় পতাকাকে অত উচ্চতায় উড়তে দেখে আমার হৃদয় আবেগে ভরে উঠেছিল। জয় হিন্দ।”

 

 

Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর