৭২০ তে ৭২০, NEET পরীক্ষায় রেকর্ড গড়ল ওডিশার শোয়েব আফতাব

NEET পরীক্ষায় রেকর্ড নম্বর পেয়ে পাশ করল ওড়িশার শোয়েব আফতাব। সর্বভারতীয় মেডিকেল প্রবেশিকা পরীক্ষায় ১০০ শতাংশ নম্বর অর্থাৎ ৭২০ তে ৭২০ পেয়েছে সে। প্রথম পরিক্ষার্থী হিসাবে এই রেকর্ড গড়েছে সে।

শোয়েব রৌরকেল্লার এক ব্যাবসায়ী পরিবারের সন্তান। বাবা নির্মাণ ব্যাবসায়ী। পরিবারের তিনিই প্রথম সদস্য যিনি চিকিৎসাকে নিজের পেশা হিসাবে বেছে নিতে চলেছেন। রাজস্থানের কোটা থেকে তিনি এই প্রবেশিকার প্রস্তুতি নেন।

শোয়েব জানিয়েছেন, হঠাৎ করেই তার বাবার ব্যাবসার অবস্থা খারাপ হয়ে যায়। সে সময় সে কিভাবে কোটায় গিয়ে পড়াশোনা চালাবে ভেবে পাচ্ছিল না। চায়ের ব্যাবসা ছেড়ে বাবা নির্মাণ ব্যাবসা শুরু করলে ফের অর্থনৈতিক অবস্থা ফিরে যায় তাদের।

পরিবারের পূর্ণ সহযোগিতা পেয়েছে বলেই জানান শোয়েব। তার সাথে দেখা করে অভিনন্দন জানিয়েছেন স্পিকার ওম বিড়লাও।

করোনা আবহে এই বছর ১৩ সেপ্টেম্বর হয়েছিল প্রথম পরীক্ষা। করোনা পরিস্থিতিতেও ১৪.৩৭ লক্ষের বেশি পরীক্ষার্থী প্রবেশিকা দিয়েছিলেন। রেজাল্ট বেরানোর পর শুরু হবে কাউন্সেলিং।

 

সম্পর্কিত খবর