উত্তর ভারতের দূষণ সংকট নিয়ে টুইট করুন, প্রধানমন্ত্রীকে বলল নেটিজেনরা

বাংলা হান্ট ডেস্ক : বর্তমানে দেশে যেভাবে লাগাতার হারে দূষণ বাড়ছে বিশেষ করে দীপাবলির পর দিল্লি দূষণ নিয়ে ইতিমধ্যেই চিন্তার ভাঁজ পরিবেশবিদদের কপালে৷ তাই এ বার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দূষণ সঙ্কট নিয়ে টুইট করতে বলার আর্জি জানাল নেটিজেনরা৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে ভাবে তাঁর টুইটের মাধ্যমে ভারতীয় রাজনীতিতে এক আমূল পরিবর্তন এনেছেন,অথচ দেশের রাজধানীর দূষণ নিয়ে কোনও টুইট করেননি তাই ভারতের রাজধানীর ক্রমবর্ধমান দূষণ যেভাবে পার্শ্ববর্তী অঞ্চলের মানুষের বেঁচে থাকা ঝুঁকি সম্পন্ন করেছে তাই টুইট করার আর্জি জানানো হয়েছে৷MODI

আসলে দেশের একাংশ জনগণ মনে করেন যেভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর টুইটের মধ্য দিয়ে কেন্দ্রীয় মন্ত্রীদের এবং দলের সদস্যদের পরামর্শ দেন ঠিক সে ভাবে দূষণ সম্পর্কে তাঁর টুইট বিশেষ ভাবে কার্যকরী হবে৷ কিন্তু দুঃখের বিষয় প্রধানমন্ত্রী মোদীকে যখন জনগণের বিশেষ প্রয়োজন পড়ছে এবং পাশে থাকার আর্জি জানানো হচ্ছে ঠিক তখনই কোনও উদ্বেগজনক টুইটার করছেন না৷

হিসেবের নিরিখে দেখা গেছে চলতি বছর আগস্ট ও সেপ্টেম্বর মাসেই দেশের দূষণের মাত্রা অনেকটাই বেড়েছিল, কিন্তু তার পর দীপাবলি সেলিব্রেশনের পর সেই মাত্রা অনেকটাই বেড়ে গিয়েছে৷ গত এক সপ্তাহ ধরেই দিল্লিতে ধোঁয়াশা তৈরি হয়েছে, আর তাতেই জেরবার হয়েছে স্বাভাবিক জনজীবন৷

বর্তমানে দিল্লিবাসীদের মধ্যে হাঁপানি শ্বাসকষ্ট সহ একাধিক আনুসঙ্গিক দূষণ ঘটিত সমস্যা দেখা দিয়েছে৷ এর পরেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চুপ থাকা নিয়ে ইতিমধ্যেই কেন্দ্রীয় রাজনীতিতে প্রশ্ন উঠতে শুরু করেছে৷

সম্পর্কিত খবর