আজ আকাশে দেখা যাবে এক অদ্ভুত ঘটনা, পৃথিবীর খুব কাছে চলে আসবে এই রহস্যময়ী গ্রহ

বাংলাহান্ট ডেস্কঃ সৌরমণ্ডলে ঘটতে চলেছে আজ এক অবিস্মরণীয় ঘটনা। আজই, অর্থাৎ ১৪ ই সেপ্টেম্বর পৃথিবীর (earth) খুব কাছাকাছি চলে আসবে সবচেয়ে রহস্যময় এবং বিশাল গ্রহ নেপচুন (neptune)। এই ঘটনা ভীষণই গুরুত্বপূর্ণ হতে চলেছে। নেপচুন সৌরজগতের একমাত্র গ্রহ, যাকে খালি চোখে দেখা যায় না।

mini neptune habitable planet 800x400 1

বিজ্ঞানিদের ধারণা, পৃথিবীর খুব কাছে এলেও, এই গ্রহের দূরত্ব পৃথিবীর থেকে অনেকটাই থাকবে। কারণ, এটি পৃথিবী থেকে অনেক দূরে অবস্থান করছে। তবে মঙ্গলবার মধ্যরাতে, দূরবীণের সাহায্যে চাঁদের আলোয় আলোকিত এই গ্রহকে দেখা যেতে পারে।

Earth 2

মঙ্গলবার সূর্যাস্তের সময় পূর্ব দিক থেকে উদিত হবে নেপচুন। রাত ১২ টায় আকাশের সর্বোচ্চ বিন্দুতে থাকার পর ধীরে ধীরে পশ্চিমে অস্ত চলে যাবে। বিজ্ঞানিদের মতে, নেপচুনের দিন মাত্র ১৬ ঘণ্টার হয়। তবে এর এক বছর, পৃথিবীর ১৬৫ বছরের সমান হয়।

bvbb

মঙ্গলবার রাতে পৃথিবীর দিকে ২৪ কোটি কিমি এগিয়ে এলেও, পৃথিবী থেকে নেপচুনের দূরত্ব থাকবে ৪.৩ আরব কিমি। এই গ্রহের তাপমাত্রা থাকে প্রায় মাইনাস ২১৪ ডিগ্রি সেলসিয়াস।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর