নেতাজির ছবিকে প্রসেনজিতের বলে চালাচ্ছিলেন মহুয়া মৈত্র! ভুল ভাঙতেই তড়িঘড়ি করলেন পোস্ট ডিলিট

বাংলা হান্ট ডেস্কঃ রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দ ২৩ জানুয়ারি নেতাজি সুভাষ চন্দ্র বসুর ১২৫ তম জন্ম বার্ষিকী উপলক্ষ্যে নেতাজির একটি ছবির উন্মোচন করেন। এরপর থেকেই সেই ছবিটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানান তর্ক-বিতর্ক শুরু হয়েছে। অনেকেই দাবি করেছেন যে, রাষ্ট্রপতি ভবনে যেই ছবির উন্মোচন হয়েছে, সেটি নেতাজি সুভাষ চন্দ্র বসুর না, সেটি হল নেতাজিকে নিয়ে বানানো একটি সিনেমায় অভিনয় করা বাঙালীর বিখ্যাত অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের।

শনিবার রাষ্ট্রপতি নিজেই সেই ছবিটির উন্মোচন করেছিলেন। আর রবিবার থেকে সেই ছবিটিকে নিয়ে বিতর্ক শুরু হয়। অনেকেই ছবিটিকে প্রসেনজিৎ এর ছবি বলে কেন্দ্র সরকারকে কটাক্ষ করে। আজ এই ছবি সোশ্যাল মিডিয়ায় আরও বেশি করে ভাইরাল হয়ে যায়। কারণ এই ছবিটিকে নিয়ে এবার তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র ট্যুইট করে কেন্দ্র সরকারকে নিশানা করেছেন।

তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র ছবিটি পোস্ট করে লেখেন, ‘রাম মন্দিরের জন্য ৫ লক্ষ টাকা দান করে রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দ নেতাজির ছবির বদলে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ছবি উন্মোচন করেছেন। ভগবান বাঁচাক এই দেশকে, কারণ সরকার আর বাঁচাতে পারবে না।”

x 1611574129.jpg.pagespeed.ic . T4FsT79hg

তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র সমেত কংগ্রেস এবং অন্যান্য বাকি নেতারা এই ছবিটি নিয়ে কেন্দ্র সরকারকে আক্রমণ করা শুরু করে দেয়। এরপর জানা যায় যে, রাষ্ট্রপতি তথা কেন্দ্র সরকারকে বিঁধে নেতাজির যেই ছবিটিকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বলে দাবি করা হচ্ছে, সেটি আসলে নেতাজি সুভাষ চন্দ্র বসুর। সেই ছবিটি এঁকেছিলেন বাঙালীর বিখ্যাত শিল্পী পরেশ মাইতি। আর সেই ছবিটির অনুকরণেই রাষ্ট্রপতি ভবনে নেতাজির ছবিটি বানানো হয়েছে।

নেতাজি সুভাষ চন্দ্র বসুর প্রপৌত্র চন্দ্র কুমার বসু নিজে সেই ছবি শেয়ার করে সবাইকে আসল ঘটনা জানান। এমনকি শিল্পী পরেশ মাইতিও স্বীকার করেছেন যে, এই ছবিটি তাঁর ছবির আদলে বানানো। এরপর বাধ্য হয়ে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র পোস্ট ডিলিট করে দেন।

Avatar
Baisakhi Dutta

সম্পর্কিত খবর