বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বড় জয় পেলো নেদারল্যান্ড! মান সম্মান ধুলোয় মিশলো বাংলাদেশের

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ গোটা টুর্নামেন্ট অতিক্রম হওয়ার জোগাড়। কিন্তু এখনো অবধি নিজেদের সেরা খেলাটা বার করে আনতে পারল না বাংলাদেশ (Bangladesh Cricket Team)। টুর্নামেন্ট শুরুর আগে শিবির থেকে হুংকার ছাড়া হয়েছিল যে দল বিশ্বকাপের (2023 ODI World Cup) সেমিফাইনাল খেলবে। কিন্তু আফগানিস্তান ছাড়া আর কোনও দলের বিরুদ্ধে দাঁড়াতেই পারেনি টাইগার্সরা। আজকে কলকাতার (Kolkata) ইডেন গার্ডেন্সের (Eden Gardens) নেদারল্যান্ডসের (Bangladesh vs Netherlands) বিরুদ্ধে ম্যাচেও চিত্রটা একইরকম। পল ভ্যান ম্যাকরিনদের (Paul Van Meekeren) দাপুটে বোলিংয়ে টসে জিতেও ৮৭ রানের ব্যবধানে খাতায়-কলমে অনেক দুর্বল স্কট এডওয়ার্ডসের (Scott Edwards) নেতৃত্বাধীন ডাচদের বিরুদ্ধে ম্যাচ হারলো সাকিব আল হাসানের (Shakib Al Hasan) দল। আজকের এই জয়টাই নেদারল্যান্ডসের ক্রিকেটের ইতিহাসে ওডিআই বিশ্বকাপে সবচেয়ে বড় জয়।

আজ মাত্র ১৮ ওভারের মধ্যে ৭০ রানের ৬ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। তার আগে নেদারল্যান্ডসকে বাগে পেয়েও কোণঠাসা করতে ব্যর্থ হয় সাকিব আল হাসানের দল। কলকাতার ইডেন গার্ডেন্সেই বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্যাটিং করতে নামা ডাচরা এক সময় ৬৩ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে ফেলেছিল।

কিন্তু সেখান থেকে প্রতিরোধ গড়ে তোলেন অধিনায়ক স্কট এডওয়ার্ডস। ৮৯ বলে ৬৮ রানের একটি অসাধারণ ইনিংস খেলেন ডাচ নেতা। শেষদিকে এঙ্গেলব্রেখট (৩৫) এবং লোগান ভ্যান বিক (২৩) অসাধারণ ব্যাটিং করে পুরো ৫০ ওভার অবধি ডাচ ইনিংসকে টেনে বাংলাদেশের সামনে জয়ের জন্য ২৩০ রানের লক্ষ্য রাখতে সমর্থ হয়।

আরও পড়ুন: একদিনে ঘটলো দুটি অবিশ্বাস্য ঘটনা! বিশ্বকাপে ইতিহাস তৈরি করলো অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড ম্যাচ

আর তারপর বল হাতে মাঠে নেমে আগুন ছুটিয়ে দেন পল ভ্যান ম্যাকরিনরা। মেহেদী মিরাজ (৩৫) ছাড়া আর কেউ টপ অর্ডারে দাঁড়াতেই পারেননি। অধিনায়ক সাকিব আল হাসান, অভিজ্ঞ মুশফিকুর রহিম, তারকা লিটন দাস প্রত্যেকেই ব্যর্থ। নিজেদের ওপর নিজেরাই চাপ বাড়িয়ে নিয়েছে বাংলাদেশ।

আরও পড়ুন: অল্পের জন্য রক্ষা পেলেন রোহিত শর্মা! বিশ্বকাপের মঞ্চে ভারত অধিনায়কের সম্মান বেঁচে গেল

তাও ফ্রিজে যতক্ষণ মাহমুদুল্লাহ ছিলেন ততক্ষণ বাংলাদেশ সমর্থকদের মনে একটা ক্ষীন আশা ছিল। গত ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অসাধারণ শতরান করেছিলেন এই অভিজ্ঞ বাংলাদেশ ক্রিকেটার। কিন্তু তিনি ২০ রান করে আউট হওয়ার পর থেকেই ম্যাচের ফলাফল কি হতে চলেছে তা স্পষ্ট হয়ে যায়। অসাধারণ বোলিং করেন টাচ বোলার পল ভ্যান ম্যাকরিন (৪/২৩), তাকে যোগ্য সঙ্গ দেন ব্যস দে লিড (২/২৫)। আজকের পর আর খাতায়-কলমেও বাংলাদেশের কোনও আশা থাকলো না সেমিফাইনালে পৌঁছানোর।

 


Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর