কঙ্গনাকে ‘দেশের গদ্দার’ বলে সমালোচনা, রাখিকে ‘জাতীয় ক্রাশ’ আখ‍্যা নেটিজেনদের

বাংলাহান্ট ডেস্ক: ‘জাতীয় ক্রাশ’ ঘোষনা করা হল রাখি সাওয়ান্তকে (rakhi sawant)। ভারতের স্বাধীনতা বিতর্কে কঙ্গনা রানাওয়াতের (kangana ranawat) তীব্র নিন্দা করায় রাখির প্রশংসায় পঞ্চমুখ নেটনাগরিকরা। কঙ্গনাকে কটাক্ষ করে রাখির শেয়ার করা ভিডিওটি তুমুল ভাইরাল হয়েছে সোশ‍্যাল মিডিয়ায়।

যে ভিডিও নিয়ে এত বিতর্ক সেই সাক্ষাৎকারের কিছুটা অংশ নিজের ইনস্টা হ‍্যান্ডেলে শেয়ার করেছেন রাখি। সেখানে কঙ্গনাকে মাইক হাতে বক্তব‍্য রাখতে দেখা গিয়েছে। কিন্তু অভিনেত্রীর আওয়াজ বদলে রাখা হয়েছে কুকুরের ডাক। ক‍্যাপশনে রাখি লিখেছেন, ‘দিদি দেশের গদ্দার।’

jpg 3 9
কমেন্ট বক্সে প্রশংসার ঢেউ উঠেছে নেটিজেনদের। একজন লিখেছেন, ‘আপনার জন‍্য অনেক সম্মান রাখি’। আরেকজন লিখেছেন, ‘আজ রাখি আমাদের সকলের জাতীয় ক্রাশ’। এর পরে আরেকটি ভিডিওতে রাখিকে হাসপাতালের বেডে শুয়ে থাকতে দেখা গিয়েছিল। তিনি দাবি করেছিলেন, মানুষ যেভাবে ভারতের স্বাধীনতা নিয়ে মন্তব‍্য করছেন তাতেই অসুস্থ হয়ে পড়েছেন তিনি। ‘নরকেও জায়গা হবে না’ বলেও কঙ্গনাকে শাসান রাখি।

https://www.instagram.com/tv/CWLv3oyM5xa/?utm_medium=copy_link

সম্প্রতি কঙ্গনা মন্তব‍্য করেন, ১৯৪৭ এ পাওয়া স্বাধীনতা আসলে ব্রিটিশদের দেওয়া ভিক্ষা। ২০১৪ তে ভারত সত‍্যি সত‍্যি স্বাধীন হয়েছিল। কঙ্গনার মন্তব‍্যের জেরে তাঁর পদ্মশ্রী ফিরিয়ে নিয়ে গ্রেফতার করার ডাক উঠেছে বিভিন্ন মহল থেকে। সম্প্রতি বিষয়টা নিয়ে মুখ খোলেন কঙ্গনা। পদ্মশ্রী ফিরিয়ে দিতে রাজি আছেন তিনি। তবে তার বদলে একটি শর্ত মানতে হবে তাঁর।

কঙ্গনার বক্তব‍্য, ১৮৫৭ সালে ব্রিটিশদের বিরুদ্ধে স্বাধীনতার প্রথমবার বিদ্রোহ হয়েছিল, সেটা তিনি জানেন। কিন্তু ১৯৪৭ সালে কোন বিদ্রোহ হয়েছিল? সেটা তিনি জানেন না। কঙ্গনার শর্ত, তাঁকে যদি কেউ এটার উত্তর বলে দেয় তাহলে তিনি পদ্মশ্রী ফিরিয়ে দেবেন এবং ক্ষমাও চাইবেন।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর