ভারত বিরোধী তুরস্কের ফার্স্ট লেডির সঙ্গে মোলাকাত, সোশ‍্যাল মিডিয়ায় উঠল আমিরের ছবি বয়কটের ডাক

বাংলাহান্ট ডেস্ক: সোশ‍্যাল মিডিয়ায় উঠল আমির খানের (aamir khan) আগামী ছবি ‘লাল সিং চাড্ডা’ (laal singh chaddha) বয়কটের (boycott) ডাক। তুরস্কের (Turkey) ফার্স্ট লেডি (first lady) এমিনি এর্দোগানের (emine erdogan) সাক্ষাৎ করেই ভারতীয় নেটিজেনের ক্ষোভের মুখে পড়েছেন তিনি। ভারত বিরোধী তুরস্কের ফার্স্ট লেডির সঙ্গে একজন ভারতীয় হয়ে কিভাবে সাক্ষাৎ করতে পারেন আমির? উঠছে প্রশ্ন।

আগামী ছবি ‘লাল সিং চাড্ডা’র শুটিংয়ের জন‍্যই এই মুহূর্তে তুরস্কে রয়েছেন অভিনেতা। শুটিং শেষ করে তুরস্কের ফার্স্ট লেডি এমিনি এর্দোগানের সঙ্গে দেখা করেন তিনি। ইস্তানবুলে রাষ্ট্রপতি ভবন হুসেন ম‍্যানশনে আয়োজিত হয় এই সাক্ষাৎ পর্ব।

1422769 aamir 1496120439 493 640x480 1
এমনকি আমিরের সঙ্গে সাক্ষাৎ, কথোপকথনের বিভিন্ন মুহূর্তের ছবি নিজের সোশ‍্যাল মিডিয়া হ‍্যান্ডেলেও শেয়ার করেন এমিনি। তিনি লেখেন, ‘ইস্তানবুলে বিশ্ব বিখ‍্যাত ভারতীয় অভিনেতা, পরিচালক আমির খানের সঙ্গে দেখা করার সৌভাগ‍্য হল আমার। আমি জেনে খুশি হলাম তুরস্কের বিভিন্ন অংশেই তাঁর আগামী ছবি ‘লাল সিং চাড্ডা’র শুটিং শেষ করার সিদ্ধান্ত নিয়েছেন আমির। আমি এই ছবির অপেক্ষায় থাকব।’

সেই সব ছবি সোশ‍্যাল মিডিয়ায় ভাইরাল হতেই ভারতীয় নেটজনতার ক্ষোভের সম্মুখীন হতে হয়েছে আমিরকে। আসলে তুরস্কের রাষ্ট্রপতি পাকিস্তানকে খোলাখুলি ভাবে সমর্থন জানিয়েছে কাশ্মীর ইস‍্যুতে। এমন অবস্থায় ভারত বিরোধী একটি দেশের ফার্স্ট লেডির সঙ্গে কেন সাক্ষাৎ করতে গেলেন আমির, সেই নিয়েই শুরু হয়েছে জোর চর্চা‌।

বিশ্ব হিন্দু পরিষদও তোপ দেগেছে অভিনেতার বিরুদ্ধে। বিশ্ব হিন্দু পরিষদের মুখপাত্র বিনোদ বনশল বলেন, “তুরস্কের ফার্স্ট লেডি এমিনি এর্দোগানের সঙ্গে আমির খানের সাক্ষাতের ঘটনাই প্রমাণ করে ভারতের কয়েকজন অভিনেতা ভারত বিরোধী দেশগুলির পক্ষে রয়েছেন।”

তিনি আরও বলেন, “ভারতের বিখ‍্যাত অভিনেতারা এখন ভারত বিরোধী দেশের মানুষদের সঙ্গে সাক্ষাৎ করে গর্ব বোধ করছেন। আমির খানের এই কাজে ভারতীয়রা আঘাত পাবেনই। আমির খানের উচিত তাঁর এই কাজের উপযুক্ত কৈফিয়ত দেওয়া।”

https://twitter.com/Imkgauravmishra/status/1295315791894597633?s=19

https://twitter.com/IamSylph/status/1295274684691316739?s=19

অপরদিকে সোশ‍্যাল মিডিয়া জুড়ে শুরু হয়েছে আমিরের বিরুদ্ধে ক্ষোভ উদগীরনের পালা। টুইটারে ট্রেন্ড করতে শুরু করেছে #LaalSinghChaddha। শুরু হয়ে গিয়েছে আমির খানকে নিয়ে ট্রোল ও সমালোচনা। এমনকি তাঁর আগামী ছবি বয়কটের ডাকও দেওয়া হচ্ছে। কয়েকজন বলছেন, সড়ক ২ এর মতো সর্বাধিক ডিসলাইক পাওয়ার চ‍্যালেঞ্জ এবার আমির খান নিয়েছেন।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর