পড়ুন হেলমেট নিয়ে যান পেঁয়াজ! পথ সচেতনতার লক্ষ্য অভিনব উদ্য়োগ পূর্ব বর্ধমানে

বাংলা হান্ট ডেস্ক :  কি অবাক লাগছে? শিরোনাম দেখে ভড়কে গেলেন নিশ্চয়ই? যদিও ভড়কে যাওয়ার কথা কারণ পেঁয়াজের দাম আকাশছোঁয়া হয়েছে তাতে আমজনতার চোখে পেঁয়াজের ঝাঁঝে জল পড়ছে। তার উপরে আবার বিয়ের মরসুম চলছে তা ই নাকের জলে চোখের জলে হতে হচ্ছে। রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে সেলিমদের বাড়িতে পেঁয়াজ নিয়ে কিন্তু একটা হট্টগোল চলছেই,এক কেজি পেঁয়াজ কিনতে গেলে যেন সত্যিই কান্না পাচ্ছে যদিও উত্তর ও দক্ষিণ কলকাতায় আজ থেকে রেশন দোকানে 59 টাকা কেজি দরে পিয়াজ পাওয়া যাবে।

কিন্তু এরই মধ্যে এক দারুণ সুখবর। এ বার হেলমেট পরলেই মিলবে পেঁয়াজ। রবিবার বর্ধমানের মেমারির পাল্লা রোডে পল্লী মঙ্গল সমিতির উদ্যোগে যাঁরা হেলমেট পরে বাইক জানালেন তাঁদের দিল এক প্যাকেট করে পেঁয়াজ। এমন আকাশ ছোঁয়া ধরে পেঁয়াজ কিনতে গিয়ে নাজেহাল হতে হচ্ছে , শুধুমাত্র হেলমেট পরে পেঁয়াজ পাওয়া যাচ্ছে এতেই যথেষ্ট খুশি হয়েছিলেন বাইক আরোহীরা।

সত্যিই তো এ কী আর চাট্টিখানি কথা। কিন্তু অনেকেই নিজেদের ভুলের দোষে আজ হাতছাড়া করেছেন । তবে এই এক সচেতনতার উদ্যোগ বলাও চলে, ও যেভাবে সেফ ড্রাইভ সেভ লাইফ নিয়ে এত প্রচার চালানো হচ্ছে তাতে এমন উদ্যোগ অভিনব না বললে কি চলে? বে যাঁরা পেঁয়াজ পেয়েছেন তাঁরা তো এই অভিনব উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন তবে একটু ভুলের জন্য যারা পেঁয়াজ হাতছাড়া করেছেন তাঁরা আবার সচেতন হয়েছেন বলে জানালেন।

উদ্যোক্তাদের পক্ষ থেকে জানা গিয়েছে, পেঁয়াজ হাতছাড়া করে অনেকেই কপাল চাপিয়েছেন কিন্তু হেলমেট না পরার কারণে বিপদে পড়লে যে পরিবারের সদস্যদের ঠিক এমন অবস্থা হয় এমনটাই বোঝানোর চেষ্টা করা হয়েছে এই উদ্যোগের মধ্য দিয়ে।

সম্পর্কিত খবর