এবার আরো সহজে আধার, ৫০ টাকায় পাবেন ১৫ দিনের মধ্যেই

বাংলাহান্ট ডেস্কঃ ১৯৫৫ সালের নাগরিকত্ব আইন সংশোধন করে গত কয়েকদিন আগেই কেন্দ্রীইয় সরকার এনেছে সি এ এ বা সিটিজেনশীপ আমেন্ডমেন্ট অ্যাক্ট। যা নিয়ে উত্তাল গোটা দেশ। মুখ্যমন্ত্রী মমতা ব্যনার্জীসহ সহ ভারতের বহু বিরোধী দলই এই আইনের বিপক্ষে। এই রাজনৈতিক পরিস্থিতিতে নাগরিকত্ব প্রমানে দিশেহারা সাধারন মানুষ। এবার তাদের সুবিধার জন্যই আরো সহজ হল আধার কার্ড পরিসেবা। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া বা ইঊ ডি আই আরো সহজ কর তাদের আধার আপ্লিকেশন mAadhar. ইতি মধ্যেই নতুন এই aadhar app টি android ও ios দুটিতেই পাওয়া যাচ্ছে।

একই সাথে জনগন যেন আরো সুলভে আধার পায় সেবিষয়েও তারা দৃষ্টিপাত করেছে। এবার যে কেউ মাত্র ৫০ টাকার বিনিময়ে ১৫ দিনের মধ্যেই পেয়ে যাবে আধার কার্ড ।

 

এই নতুন অ্যাপ-এ আরো সহজ হয়েছে আধার কার্ড ডাউনলোড বা ekyc জমা দেবার সুবিধা।  একই সাথে আছে QR code এর সুবিধাও। সংস্থার তরফ থেকে আরো জানানো হয়েছে ঠিকানা বদলের বিষয়টি আরো সরল করা হয়েছে এই  নতুন আধার আপটিতে। আন্ড্রয়েড বা আই ও এস থেকে আপনার ফোনে ডাউনলোড ও ইন্সটল করুন নতুন maadhar app. চার সংখ্যার পাসোয়ার্ড দিয়ে সুরক্ষিত রাখুন। এই maadhar app বর্তমানে ১৩টি ভাষায় উপলব্ধ। ফলে আপনি পছন্দমত ভাষায় অপারেট করতে পারবেন এই maadhar app।

সম্পর্কিত খবর