স্যোশাল মিডিয়ায় কটাক্ষের শিকার কেন্দ্রের নয়া স্বাস্থ্যমন্ত্রী, ভুলে ভরা পুরনো ট্যুইটের জেরে ট্রোলড

বাংলাহান্ট ডেস্কঃ মন্ত্রীসভায় রদবদলে নতুন স্বাস্থ্যমন্ত্রী হয়েছেন মনসুখ মান্ডব্য (mansukh mandaviya)। ২০১৯ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) দেশের ক্ষমতায় দ্বিতীয় বার আসার পর, গত ৭ ই জুলাই মন্ত্রিসভায় সবচেয়ে বড় রদবদল করা হল। আর এই রদবদলের পরই স্যোশাল মিডিয়ায় ট্রোলের শিকার হলেন স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য।

আগে ছিলেন প্রতিমন্ত্রী। তবে করোনা আবহে স্বাস্থ্যমন্ত্রকের দায়িত্ব পেয়েও সমালোচিত হতে হল মনসুখ মান্ডব্যকে। স্যোশাল মিডিয়ায় শেয়ার করা তাঁর কিছু ট্যুইট নিয়ে বর্তমান সময়ে সমালোচনায় মুখর হয়েছে নেটিজনরা। আবারও প্রকাশে এসেছে ২০১৩ সালের ২৩ শে অগস্ট করা মনসুখ মান্ডব্যর একটি ট্যুইটার পোস্ট। যেখানে দেখা যাচ্ছে তিনি লিখেছেন, ‘মহাত্মা গান্ধীজি ইজ আওয়ার ন্যাশন অব ফাদার।’

কিংবা আবার রাহুল গান্ধীকে নিয়ে করা তাঁর মন্তব্যের গঠনগত ভুল। সেইসমস্ত পুরনো প্রসঙ্গ টেনে এনে বর্তমানে নেটমাধ্যমে ট্রোলের শিকার হচ্ছেন নতুন স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য। যদিও এবিষয়ে এখনও কোন মন্তব্য করেননি তিনি।

পূর্বে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ছিলেন হর্ষ বর্ধন। করোনা আবহে প্রথম সারিতে দাঁড়িয়ে সবটা পরিচালনার পরও দেশে করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি ও অক্সিজেন সংকটের সময় নানা প্রশ্নের মুখে পড়তে হয়েছিল প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধনকে। বিরোধীদের করা আক্রমণের জেরে স্বাস্থ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন হর্ষ বর্ধন। বর্তমান সময়ে মন্ত্রিসভার রদবদল করে মনসুখ মান্ডব্যকে নতুন স্বাস্থ্যমন্ত্রী করে কেন্দ্র সরকার। কিন্তু মনসুখ মান্ডব্যকে নতুন স্বাস্থ্যমন্ত্রী করতেই স্যোশাল মিডিয়ায় তাঁকে নিয়ে ট্রোল শুরু হয়ে যায়।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর