DA না বাড়লেও ফের নয়া ছুটির ঘোষণা রাজ্যে, কবে মিলবে? বিজ্ঞপ্তি জারি করল পশ্চিমবঙ্গ সরকার

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে ফের নয়া ছুটির (Government Holiday) ঘোষণা। গত বছরের ন্যায় চলতি বছরও করম পুজোয় ছুটি ঘোষণা করল পশ্চিমবঙ্গ সরকার (Government of West Bengal)। আগামী ১৪ সেপ্টেম্বর করম পুজোর দিন রাজ্যর সব সরকারি অফিস, স্কুল, কলেজ, পুরসভা ও পঞ্চায়েত অফিস বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। বুধবার এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য সরকারের অর্থ দপ্তর।

ফের নয়া ছুটি রাজ্যে (Government Holiday)

গত বছরই সবেবরাত ও করম পুজোয় ছুটি দেওয়ার কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এবার করম পুজো পড়েছে ১৪ সেপ্টেম্বর শনিবার। তার পরের দিন এমনিই ছুটি থাকছে। অর্থাৎ শনি-রবি পরপর ছুটি পাচ্ছেন সরকারি কর্মীরা। এছাড়া সেপ্টেম্বরে মাসে সরকারি অফিসে একটি মাত্র দিনই ছুটি থাকবে। পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দফতর জানিয়েছে, এ মাসে ফতোয়া-দোয়াজ-দাহামের কারণে আগামী ১৬ সেপ্টেম্বর (সোমবার) সরকারি ছুটি থাকছে।

   

সোমবার হলেডে থাকায় একটানা লম্বা ‘উইকেন্ড’ পাবেন সরকারি কর্মচারীরা। শনিবার হাফ ডে, এরপর রবি ও সোম দু’দিন পরপর ছুটি। ওদিকে স্কুল পড়ুয়ারাদের জন্য বেশ কিছুদিন ছুটি রয়েছে চলতি সেপ্টেম্বর মাসে। বৃহস্পতিবার ৫ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের প্রাথমিক স্কুলে শিক্ষক দিবসের কারণে ছুটি থাকবে। এরপর ফতোয়া-দোয়াজ-দাহামে ১৬ সেপ্টেম্বর, বিশ্বকর্মা পুজোয় ছুটি মিলবে ১৭ সেপ্টেম্বর এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মজয়ন্তী উপলক্ষে ২৬ সেপ্টেম্বরও মিলবে ছুটি।

যদিও অন্যদিনের মতই ৫ সেপ্টেম্বর এবং ২৬ সেপ্টেম্বর স্কুলে যেতে হবে পড়ুয়াদের। তবে ক্লাস হবে না। যদিও অনেক স্কুলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মজয়ন্তীর কারণে ছুটি থাকে না। এ তো গেল সেপ্টেম্বর। তারপরই পুজোর মাস। মিলবে একের পর এক ছুটি। অক্টোবরে কবে কবে ছুটি মিলবে? রইল তালিকা।

holiday west bengal

আরও পড়ুন: আজ দেওয়া হচ্ছে না একাদশ-দ্বাদশের ১০০০০ টাকা, নতুন তারিখ কবে? দেখুন নয়া আপডেট

অক্টোবর মাসে মহালয়ার জন্য আগামী ২ অক্টোবর ছুটি থাকবে। এরপর দুর্গাপুজোর শুরু। সেই উপলক্ষে আগামী ৭ অক্টোবর থেকে আগামী ১৮ অক্টোবর পর্যন্ত সরকারি অফিসে ছুটি থাকবে। বন্ধ থাকবে সরকারি অফিস, স্কুল, কলেজ সর্বত্রই।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর