PhonePe, Gpay-র দিন শেষ! এবার নয়া ফিচার আনছেন ইলন মাস্ক, ঘোষণা ‘X’ CEO-র

বাংলাহান্ট ডেস্ক : ইলন মাস্ক যবে থেকে টুইটার অধিগ্রহণ করেছেন, তবে থেকে একাধিক পরিবর্তন দেখা গেছে এই সোশ্যাল প্ল্যাটফর্মে। একটা সময় ছিল যখন টুইটার ব্যবহারকারীরা নির্দিষ্ট নিয়মের মধ্যে যাচাইয়ের পর ব্লু টিক পেতেন। কিন্তু এখন অর্থের বিনিময় যে কেউ পেতে পারেন ব্লু টিক। এরপর পরিবর্তনে এসেছে জনপ্রিয় এই সোশ্যাল প্ল্যাটফর্মের নাম ও লোগোয়।

যুগের সাথে তাল মিলিয়ে টুইটার নাম পরিবর্তন করে হয়েছে এক্স। এমনকি ঝাঁ চকচকে লোগো অনেকের মন কেড়েছে। জানা যাচ্ছে, ইলন মাস্ক শুধুমাত্র এই পরিবর্তন করেই ক্ষান্ত থাকতে চান না। ভারতে গুগল পে, ফোনপের মতো জনপ্রিয় পেমেন্ট প্ল্যাটফর্মগুলিকে প্রতিদ্বন্দ্বিতায় ফেলতে কোমর বাঁধছে এক্স। শীঘ্রই পেমেন্ট সুবিধা চালু করা হতে পারে এক্স প্ল্যাটফর্মে।

   

আরোও পড়ুন : বিক্রি করেন ভাগ্য! ভরসা শুধুই কন্ঠস্বর, বিশেষভাবে সক্ষম এই লটারি বিক্রেতার কাহিনী অবাক করবে

অর্থাৎ এক্স অ্যাপের মাধ্যমেই আর্থিক লেনদেনের সুযোগ পাবেন ইউজাররা। এক্স সিইও লিন্ডা ইয়াকারিনোর একটি পোস্ট অন্তত সেই দিকেই ইঙ্গিত করছে। নতুন কিছু পরিষেবার মধ্যে অন্তর্ভুক্ত হতে চলেছে পেমেন্ট সুবিধা। এক্স সিইও নিশ্চিত করেছেন শীঘ্রই পেমেন্ট পরিষেবা চালু হবে এক্সে। যুগের সাথে তাল মিলিয়ে অনেক সংস্থা পরিবর্তন এনেছে তাদের ফিচারে।

online payment

একটা সময় হোয়াটসঅ্যাপ শুধুমাত্র ইনস্ট্যান্ট ম্যাসেঞ্জিং এর জন্য ব্যবহার করা হত। কিন্তু ভারতবর্ষে ইউপিআই পেমেন্টের জনপ্রিয়তা দেখে হোয়াটসঅ্যাপও তাদের অ্যাপে পেমেন্ট ফিচার চালু করে। Twitter একটা সময় মাইক্রো ব্লগিং প্লাটফর্ম হিসেবে বিশ্বে পরিচিত ছিল। কিন্তু ইলন মাস্ক শুধুমাত্র মাইক্রো ব্লগিংয়ের মধ্যে এক্সকে (সাবেক টুইটার) সীমাবদ্ধ করে রাখতে চান না। তাই একের পর এক নতুন ফিচারস যোগ হচ্ছে এই প্ল্যাটফর্মে।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর