প্রাক প্রাথমিকে ভর্তির জন্য নয়া বিজ্ঞপ্তি জারি করল পশ্চিমবঙ্গ শিক্ষা দফতর

বাংলা হান্ট ডেস্ক : প্রাক প্রাথমিকে ভর্তির ক্ষেত্রে নয়া নির্দেশিকা জারি করল রাজ্যের শিক্ষা দফতর। এত দিন অবধি রাজ্য সরকারের প্রাথমিক বিদ্যালয়ের গুলিতেই লটারির প্রথা চালু ছিল তবে এ বার সেই নিয়ম লাগু হতে চলেছে প্রাক প্রাথমিক স্কুলে ভর্তির জন্য। এবার লটারির মাধ্যমে বেছে নেওয়া হবে পড়ুয়াদের।

আর আগামী শিক্ষাবর্ষের জন্য চলতি ডিসেম্বর থেকে লাগু হচ্ছে সেই নিয়ম, তাই রাজ্য সরকারের তরফে তবে বিজ্ঞপ্তি জারি করে 9 ডিসেম্বর তারিখে প্রাক প্রাথমিকে লটারির মাধ্যমে ভর্তির জন্য ফর্ম দেওয়া হবে বলে জানানো হয়েছে। রাজ্যের সমস্ত সরকারি স্কুলগুলিতে ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে ডিসেম্বর মাসেই।প্রসঙ্গত রাজ্যের সমস্ত স্কুলগুলিতে কিন্তু এখনও অবধি প্রাথমিকে ভর্তির জন্য লটারি সিস্টেম চালু করা হয়নি।

বিশেষ করে উন্নত এলাকার স্কুলগুলিতে লটারি। কিন্তু এ বার সরকারি স্কুলগুলির প্রাক প্রাথমিকে ভর্তির জন্য লটারি চালু করার নির্দেশিকা জানাল রাজ্য শিক্ষা দফতর। তাই দ্রুত লটারির মাধ্যমে ভর্তি প্রক্রিয়া শেষ করে সেই রিপোর্ট শিক্ষা দপ্তরে পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে। একই সঙ্গে জানানো হয়েছে মানুষ করে যদি আসন ফাঁকা থাকে সে ক্ষেত্রে সিদ্ধান্ত নেবে শিক্ষা দফতর, শিক্ষা দফতরের তরফে নির্দেশিকা পেলেই তবেই সেই ফাঁকা আসনে পূরণ করা যাবে।

উল্লেখ্য, প্রাক প্রাথমিকে মানেই শিশুদের শিক্ষার একেবারে প্রথম স্তর। তা হলে এই সমস্ত স্কুলে লটারির মাধ্যমে পড়ুয়ারা নির্বাচিত হবেন না? তাঁরা কী ভাবে স্কুলে ভর্তি হবে? এই প্রশ্ন তো উঠছেই। আসলে ওয়ান থেকে ফোর অবধি সমস্ত প্রাথমিক বিদ্যালয়গুলিতে প্রাক প্রাথমিক একটি ক্লাস চালু করা হয়েছে। তাই ক্লাস ওয়ানের ভর্তির আগেই সমস্ত পড়ুয়াদের প্রাক প্রাথমিক স্তরে শিক্ষাদান করা হয় রাজ্য সরকারের সমস্ত স্কুলেই।

সম্পর্কিত খবর